‘খোকা গেল মাছ ধরতে, ছিপ নিয়ে গেল কুমির’, মুহূর্তে ঘটতে পারতো দুর্ঘটনা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে খড়ি হওয়ার পর আমরা প্রত্যেকেই যে ছড়াটি পড়ে থাকি সেটি হল ‘খোকা গেল মাছ ধরতে/ ক্ষীর নদীর কূলে/ ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে/ মাছ নিয়ে গেল চিলে’। তবে এবারও সেই একই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ব্যাঙ এবং চিলের পরিবর্তে মাছ ও ছিপ দুটোই নিয়ে যেতে দেখা গেল কুমিরকে। এই ঘটনায় আর একটু সতর্ক না হলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।

Advertisements

যদিও এই ঘটনাটি ভারতবর্ষের নয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। যেখানে রয়েছে প্রচুর জলা জমি এবং সেই সকল জলা জমিতে শখের বশে অনেকেই মাছ ধরতে যান। এইসকল জলা জমিতে প্রচুর পরিমাণে মাছ থাকার পাশাপাশি রয়েছে কুমিরও। আর এই সকল জলা জমিতে মাছ ধরতে গিয়ে এমন একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাত বছর বয়সী এক ছোট্ট শিশু মাছ ধরতে গিয়েছে পাম কোষ্টে। মাছ ধরার জন্য সে ছিপ ফেলেছে। সেই ছিপে একটি মাছও লেগেছে। এখন সে কোনোক্রমে মাছটি ডাঙ্গায় তুলতেই লক্ষ্য করা যায় অতর্কিতে হানা দিল একটি কুমির। তারপর সেই কুমিরটি প্রথমে মাছটিকে ধরে ফেলে এবং ছিপ সহ মাছ নিয়ে জলে চলে যায়।

Advertisements

এই ঘটনার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে ওই খুদে শিশুটির বাবার মোবাইলে। তারপর তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। তবে এই ঘটনা সামনে আসার পর নেটিজেনরা মন্তব্য করেছেন, ফ্লোরিডায় জলাশয় এর এত কাছাকাছি যাওয়া মোটেই নিরাপদ নয়। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।

নেটিজেনরা অনেকেই মন্তব্য করেছেন, ওই কুমিরটি যদি মাছের পরিবর্তে ওই শিশুটির উপরই হানা দিত তাহলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত। পাশে থেকেও তার পরই জন্য কিছু করতে পারতেন বলে সন্দেহ আছে।

Advertisements