এবার পুজোয় ‘টুম্পা’ নয়, মাত লাগাবে ময়না, সামনে এলো নতুন গান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘টুম্পা’কে চেনেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আট থেকে আশি, পিকনিক ব্রিগেড সকলের মুখেই শোনা গিয়েছে ‘বেনারসি পরিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে, তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে…’। গানের জনপ্রিয়তার কারণে এই ‘টুম্পা সোনা’ গানটি এন্থেমে পরিণত হয়।

Advertisements

তবে বর্তমানে দিন পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বয়স হয়েছে ‘টুম্পা’র। টুম্পার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মুখ থেকেও হারাতে বসেছে। তবে তাতে কি, এবার পুজোয় টুম্পার বদলে মঞ্চ মাতাতে এসে গেল ‘ময়না’। ইতিমধ্যেই এই গানের ভিডিও শুক্রবার লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

Advertisements

‘টুম্পা সোনা’ গানের মিউজিক ভিডিওতে নজর কেড়েছিলেন সুমনা দাস। আর এবার এই ময়না গানের ভিডিওতে নজর কাড়লেন ঋত্বিকা সেন। আর তার সঙ্গে সঙ্গ দিলেন সায়ন ঘোষ। নতুন এই গান ময়নার কথা লিখেছেন এবং গানটি গেয়েছেন আরব দে চৌধুরী। সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক সাহা। গানের র‍্যাপ গেয়েছেন জেডবি। সুশান্ত প্রসাদের প্রযোজনায়, রৌনক এন্টারটেইনমেন্টের ব্যনারে ঠিক পুজোর আগেই এসে গেল এই গান। মিউজিক ভিডিয়োর নির্দেশনা অরিজিৎ শেঠ এবং সিনেমাটোগ্রাফি শুভদীপ নস্করের।

Advertisements

টুম্পা গানের যেমন মজার মজার কথা ছিল ঠিক তেমনি ময়না গান একাধিক মজার বিষয় যুক্ত করা হয়েছে। এই গানের মূল চরিত্রে রয়েছেন পচা ও ময়না। পচা হলেন চিরকুমার বালক সংঘের একমাত্র ছেলে যার একটি গার্লফ্রেন্ড রয়েছে। তার ওই গার্লফ্রেন্ডের নাম ময়না। পচা মনে মনে ঠিক করে নিয়েছিল সে ময়নাকেই বিয়ে করবে। এই জন্য সে বন্ধুদের নিয়ে একটি ব্যাচেলার পার্টিও দেয়।

কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাচেলার পার্টি দেওয়ার পরেই দেখা যায় একজন সরকারি চাকরিজীবী, যার বয়স অনেক এবং মাথায় চুল নেই অর্থাৎ টাকলা, ‘টাকলা কাকা’ গাধার পিঠে চড়ে ময়নাকে বিয়ে করে নিয়ে চলে গেল। আর এসব দেখতে হল পচাকে।

কারণ পচার কিছু করার নেই। সে একজন বেকার যুবক। অনেক জায়গায় ঘোষ দিয়েও একটি সরকারি চাকরি যোগাড় করতে পারে নায়। আর এই সকল বিষয় নিয়েই পচার জীবনে কি ময়না ফিরে আসবে তার আঙ্গিকেই এই গান তৈরি করা হয়েছে।

Advertisements