নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে চালকদের ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির কাগজপত্রের ক্ষেত্রে একাধিক ছাড় দেওয়া হয়েছিল। মূলত এই সকল নথি পুনর্নবীকরণের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এবার আর ছাড় দেওয়া হবে না বলে জানানো হলো কেন্দ্রের তরফ থেকে।
কেন্দ্রের তরফ থেকে এই সকল নথি পুনর্নবীকরণ নিয়ে দফায় দফায় মেয়াদের শেষ দিন বাড়ানো হয়। তবে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি স্পষ্ট জানিয়ে দিলেন, পুনর্নবীকরণের মেয়াদ আরও বাড়ানো হবে না। এটিই হলো শেষ মেয়াদ বৃদ্ধি। কেন্দ্র সরকার এই বিষয়ে আর মেয়াদ বৃদ্ধি করবে না।
করোনার জেরে এই সকল বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে মেয়াদ বৃদ্ধি করে যে শেষ সময় সীমা দেওয়া হয়েছিল তা ৩১ অক্টোবর ২০২১। এখন কেন্দ্র সরকারের তরফ থেকে এই মেয়াদ পুনরায় বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়ায় যেসকল চালকদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে অথবা যে সকল গাড়ির কাগজ পত্রের মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যেই সেই মেয়াদ বৃদ্ধি করতে হবে। অন্যথায় গুনতে হবে জরিমানা।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন চালক গাড়ি চালালে অথবা গাড়ির অবৈধ কাগজপত্র অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গাড়ি চালালে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিকঠাক না থাকলে জরিমানা হবে ১০০০০ টাকা। মালবাহী যানবাহনের ক্ষেত্রে সঠিক ফিটনেস সার্টিফিকেট না থাকলে জরিমানা হবে ২০০০ থেকে ৫০০০ টাকা।
ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নথিপত্রের ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল, গত বছর অর্থাৎ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে যে সকল গাড়ির টার্গেট পত্রের মেয়াদ ফুরিয়ে গেছে অথবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে সেই সকল নথির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত।