নিজস্ব প্রতিবেদন : ওটিটি (OTT Platform) প্ল্যাটফর্মের ক্ষেত্রে বর্তমানে অ্যামাজন প্রাইম (Amazon Prime) হলো গ্রাহকদের কাছে অন্যতম ভরসার প্ল্যাটফর্ম। তবে এবার এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য একটি খারাপ খবর দিল সংস্থা। সংস্থার তরফ থেকে তাদের সাবস্ক্রিপশনের (Subscription) মূল্যবৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মূল্য বৃদ্ধি পাচ্ছে এক ধাক্কায় অনেকটাই।
সম্প্রতি অ্যামাজন প্রাইম তাদের ওয়েবসাইটে এই সাবস্ক্রিপশন রেট বাড়ানোর ঘোষণা করে দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে, মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক সব ক্ষেত্রেই মেম্বারশিপের খরচ বাড়ছে ৫০ শতাংশ। এক ঝটকাই এই এত পরিমাণ খরচ বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে গ্রাহকদের।
এই বিষয়ে অ্যামাজন প্রাইম সংস্থার মুখপাত্র জানিয়েছেন, “প্রায় বছর পাঁচেক আগে অ্যামাজন প্রাইম ভারতে লঞ্চ করা হয়। আর সেই প্রথম দিন থেকেই গ্রাহকদের পছন্দের মূল্য দিয়ে চলেছে। গ্রাহকদের মনোরঞ্জনের কথাই নয়, ভাবা হয় তাঁদের শপিং থেকে টাকা বাঁচানোর যাবতীয় সুবিধা দেওয়ার বিষয়টি। আমরা আজও গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার কথাই ভেবে চলেছি। আগামীদিনেও সেরা পরিষেবা দেওয়ার বিষয়টিই অগ্রাধিকার পাবে।”
সংস্থার তরফ থেকে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানের বার্ষিক প্ল্যান ৯৯৯ টাকার পরিবর্তে ১৪৯৯ টাকা করা হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও তিন মাসের প্ল্যান কিনতে যেখানে ৩২৯ টাকা খরচ হতো, সেখানে নতুন ট্যারিফ অনুযায়ী ৪৫৯ টাকা দিতে হবে এবং মাসিক প্ল্যান ১২৯ টাকার পরিবর্তে ১৭৯ টাকা করা হবে।
সংস্থার তরফ থেকে তাদের ওয়েবসাইটে এই সকল রেট বৃদ্ধি করার ঘোষণা করলেও কবে থেকে এই রেট বৃদ্ধি পাবে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। সংস্থা আপাতত জানিয়েছে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি করা হবে এই সকল প্ল্যানের মূল্য।