JioPhone Next-এ থাকছে Pragati অপারেটিং সিস্টেম, থাকছে এই বিশেষ ফিচার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) গুগলের (Google) সঙ্গে গাঁটছড়া বেঁধে JioPhone Next আনার ঘোষণা করেছে। গণেশ চতুর্থীর দিন এই স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে তা পিছিয়ে যায়। সামনে যেদিনটিকে এই ফোন লঞ্চ করার ঘোষণা করা হয়েছে তা হলো দিওয়ালি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ৪ নভেম্বর এই ফোন লঞ্চ হবে।

Advertisements

রিলায়েন্স জিও এই স্মার্টফোন তৈরি করেছে গুগলের সাথে গাঁটছড়া বেঁধে, যাতে রয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম (Pragati OS)। এই অপারেটিং সিস্টেমে প্রথম কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই অপারেটিং সিস্টেম বিশেষভাবে তৈরি করা হয়েছে ভারতীয়দের জন্য এবং তা ডেভলপ করা হয়েছে ভারতীয়দের দ্বারাই। তবে এই অপারেটিং ডেভলপ হয়েছে গুগল এবং জিও যৌথ উদ্যোগেই।

Advertisements

এর পাশাপাশি এই ফোনে থাকছে Qualcomm প্রসেসর, ভয়েস অ্যাসিস্টেন্ট (Voice Assistant) ফিচার, রিড অ্যালাউড (Read Aloud) ফিচার, ট্রান্সলেট (Translate) ফিচার, স্মার্ট ক্যামেরা ও ফিল্টার, প্রি-লোডেড জিও ও গুগল অ্যাপ, অটোমেটিক সফ্টওয়্যার আপগ্রেড। পাশাপাশি জানানো হয়েছে নতুন যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে তাতে দীর্ঘ ব্যাটারি লাইফ দেবে।

Advertisements

এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেলের। এই ফোনে বিশেষ জোর দেওয়া হয়েছে ট্রান্সলেট ফিচারের ক্ষেত্রে। এর পাশাপাশি ভয়েস কমান্ডের মাধ্যমে ফোনের সেটিংস ম্যানেজ থেকে শুরু করে অ্যাপ খোলা পর্যন্ত যাবে। এককথায় প্রতিটি কাজ করা সম্ভব হবে ভয়েস কমান্ডের মাধ্যমে।

ফোনের ফিচার সম্পর্কিত একটি ভিডিও সংস্থার তরফ থেকে সম্প্রতি রিলিজ করা হলেও এই ফোনের দাম কত হতে চলেছে তা এখনই প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে ফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনের দাম জানাবে সংস্থা।

Advertisements