নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত পশ্চিমবঙ্গে রুখে দিয়েছিল গণপরিবহনের মেরুদন্ড লোকাল ট্রেন (Local Train) পরিষেবাকে। দীর্ঘদিন কঠোর বিধি-নিষেধ চলার পর ধীরে ধীরে নিউ নরমেল শুরু হলেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার (west bengal government)। অবশেষে দীর্ঘ টালবাহানা শেষে ছয় মাস পর আগামী ৩১ অক্টোবর থেকে পুনরায় রাজ্যে পথ চলা শুরু করবে লোকাল ট্রেন।
রাজ্যে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্য সরকারের নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যাবে। রাজ্য সরকারের এই নির্দেশের পরে কিভাবে ৫০% যাত্রীর কাউন্টিং রাখা যাবে তা নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। তবে এ সকল বিতর্ককে ছেড়ে রেল আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল লোকাল ট্রেন পরিষেবা চালু করার পরিপ্রেক্ষিতে।
লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুমতি পাওয়ার পরই দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে আগামী দিনে কোন রুটে কতগুলি লোকাল ট্রেন চলাচল করবে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করল। সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে প্রথম ধাপে ৪৮টি ইএমইউ চালু হচ্ছে। বাকি ট্রেনগুলি ধাপে ধাপে চালু করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেল যেসকল লোকাল ট্রেনগুলি প্রথম থাকে চালু করছে সেগুলি মূলত হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, তমলুক-দিঘা লাইনে চলাচল করবে। তবে আগামী দিনে সমস্ত রুটেই স্বাভাবিক করা হবে লোকাল ট্রেন পরিষেবা বলেও জানানো হয়েছে।
তালিকা
রাজ্যজুড়ে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের বাসিন্দারা। আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলে যাওয়ার নির্দেশিকার পরে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার এই নির্দেশিকায় সবথেকে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং স্কুল-কলেজের পড়ুয়ারা।