আগে জুস, তবেই ফেরত চশমা, বানরের কাণ্ডকারখানায় হতবাক নেট দুনিয়া

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় নানান মজার মজার ভিডিও আপলোড হয়ে থাকে। সেই সকল ভিডিও আপলোড হওয়ার পাশাপাশি নেট দুনিয়ার নেটিজেনদের নজর কাড়তেই ভাইরাল হয় (Viral Video)। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক বানরের (Monkey) কান্ড কারখানা দেখে হতবাক নেটিজেনরা।

Advertisements

আইপিএস অফিসার রুপিন শর্মা তার সোশ্যাল হ্যান্ডেলে এই বানরের ভিডিওটি আপলোড করেছেন। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বানরের কাছ থেকে নিজের চশমা ফেরত পেতে চরম কসরত করছেন। ভিডিওটি দেখে স্পষ্ট, ওই বানরটি ওই ব্যক্তির চশমা নিয়ে পালিয়ে যায়। তারপরেই চশমা ফেরত দেওয়ার জন্য খাবারের গো ধরে বসে।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির থেকে চশমা ছিনিয়ে নিয়ে যাওয়া বানরটি বসে রয়েছে একটি লোহার জালের উপর। আর নিচে থেকে ওই ব্যক্তি তার চশমা ফেরত চাইছেন। তবে এমনিতে ওই বানরটি চশমা ফেরত দেওয়ার প্রাণী নয়। যে জন্য ওই ব্যক্তি কপিক্যাট আচরণ কাজে লাগানোর চেষ্টা করছিলেন।

Advertisements

চশমার ফেরত পেতে ওই ব্যক্তির কপিক্যাট আচরণ শেষমেষ কাজে আসে। ভিডিওটিতে দেখা যায় ওই ব্যক্তি বানরটিকে একটি আমের জুস অফার করছেন। বানরটি ওই আমের জুসের প্যাকেটের দিকে হাত বাড়ালে ওই ব্যক্তি প্রথমে তা দিতে অস্বীকার করেন। তখন ওই বানরটি সম্ভবত উপলব্ধি করে ওই ব্যক্তি জুসের প্যাকেটের পরিবর্তে চশমা চাইছেন।

সম্ভবত বানরটি তা বুঝতে পেরে রাজি হয়। বানরের হাবভাব দেখে ওই ব্যক্তি আমের জুসের প্যাকেটটি তার হাতে ধরিয়ে দেন। আমের জুসের প্যাকেট পাওয়ার পর ওই বানরটি ওই ব্যক্তির চশমা উপর থেকে ছুঁড়ে দেয়। বানরের এমন কান্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

Advertisements