নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের পেনশন প্রকল্প অটল পেনশন যোজনা (atal pension yojana) প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য এখন আর ব্যাঙ্কে লাইন দেওয়ার দরকার নেই। নতুন নিয়ম অনুসারে এখন বাড়িতে বসেই ডিজিটাল কেওয়াইসির (KYC) মাধ্যমে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করা যাবে। বাড়িতে বসেই এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য গ্রাহকরা আধার (aadhaar) ই-কেওয়াইসির মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) তরফ থেকে।
অটল পেনশন যোজনার আওতায় অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করার জন্য PFRDA গত ২৭ অক্টোবর একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারে তারা সেন্ট্রাল রেকর্ড-কিপিং এজেন্সিকে (CRA) ডিজিটাল কেওয়াইসি ব্যবহারে সম্মতি দেয়। মূলত এই সম্মতির পরেই যে সকল গ্রাহকরা এই প্রকল্প নিয়ে আগ্রহী তারা বাড়িতে বসেই অনলাইনে সমস্ত রকম ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পের আওতায়।
নতুন এই পদ্ধতিতে ডিজিটাল কেওয়াইসি করার সময় অর্থাৎ অটল পেনশন যোজনা প্রকল্পের অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকদের থেকে আধার সংক্রান্ত বিবরণ, ডেমোগ্রাফিক তথ্য, পেনশনের অঙ্ক, পেমেন্ট পদ্ধতি, নমিনির নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে। তারপর তা আবেদনকারীর ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আবেদনকারীকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত হওয়ার পর গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (bank account) থেকে নির্দিষ্ট দিনে প্রকল্পের জন্য বরাদ্দ টাকা নিজে থেকেই কেটে নেওয়া হবে। এরপর পরবর্তীকালে ওই গ্রাহক নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই বিষয়ে আবেদনকারীরা https://www.india.gov.in/registration-form-atal-pension-yojana-apy ওয়েবসাইট দেখতে পারেন।
কেন্দ্র সরকারের এই অটল পেনশন যোজনা প্রকল্প চালু হয় ২০১৫ সালে। অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় নাম অধিভুক্ত থাকা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা নির্দিষ্ট সময়ের পর প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।