মাস্ক না পরে ট্রেনে উঠলেই ব্যাস, খপ করে ধরেই জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ছয় মাসের পর অবশেষে রাজ্যে পুনরায় গড়াতে শুরু করেছে লোকাল ট্রেনের চাকা (Local Train)। এই লোকাল ট্রেনের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশ্ন, ‘মাস্ক (face mask) না পরে ট্রেন সফর করাকালীন ধরা পড়লে জরিমানা দিতে হবে?’

Advertisements

Advertisements

এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, আগের থেকেও বেশি তৎপর হয়েছে রেল। এমনকি রেলের তরফ থেকে মাস্ক না পরে যে সকল যাত্রীরা যাতায়াত করছেন তাদের ধরার জন্য টার্গেট দিয়েছে টিটিদের। পাশাপাশি এই নিয়ম না মানার কারণে জরিমানা করার যে নির্দেশিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই নির্দেশিকার মেয়াদ সেপ্টেম্বর মাস থেকে আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।

Advertisements

টিটিদের মাস্ক না পরে সফর করা যাত্রীদের ধরার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। যে নির্দেশিকায় টিটিদের মাস্কহীন যাত্রীদের কাছ থেকে প্রতিদিন জরিমানা আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। টার্গেট হিসেবে নির্দেশিকায় বলা হয়েছে, চলন্ত ট্রেনে রোজ ন্যূনতম চারজন মাস্কহীন যাত্রীর থেকে জরিমানা আদায় করতে হবে এবং স্টেশনে থাকা টিটিদের প্রতিদিন এমন মাস্কহীন দুজনের থেকে জরিমানা আদায় করতে হবে।

সুতরাং বুঝতেই পারছেন, মাস্ক না পরে ট্রেনে সফর করলে পরিণতি কী হতে পারে। হঠাৎ করে আসবেন টিটি, খপ করে আপনার হাত ধরে ধরিয়ে দেবেন জরিমানার রশিদ। আর নির্দেশিকা অনুসারে সেই জরিমানার পরিমাণ হবে ৫০০ টাকা।

যদিও টিটিদের টার্গেটের বিষয়ে পূর্ব রেলের ১৮ অক্টোবর পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের তরফ থেকে জারি করা এমন নির্দেশিকার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সাফাই, ‘এমন নির্দেশিকার কথা জানা নেই।’ তবে মাস্ক না পরে ট্রেনে সফর করাকালীন ধরা পড়লে জরিমানা গুনতে হবে সেই নির্দেশিকা রয়েছে রেল বোর্ডের।

Advertisements