WhatsApp-এর নয়া ফিচার, ‘Delete for Everyone’-এ নতুন সংযোজন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিয়ে প্রতিনিয়ত চলছে পরীক্ষা-নিরীক্ষা। এই সকল পরীক্ষা-নিরীক্ষার পর এই সংস্থাকে তাদের গ্রাহকদের নতুন নতুন ফিচার উপহার দিতে লক্ষ্য করা যায়। ঠিক তেমনই এবার এই সংস্থা তাদের ‘Delete for Everyone’ ফিচার নিয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। এতে নতুন সংযোজন হতে চলেছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের ‘Delete for Everyone’ ফিচারের সময়সীমা আরও বাড়ানো নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এর পাশাপাশি এই ম্যাসেজিং অ্যাপে নতুন ভিডিও প্লেব্যাক ইন্টারফেস সংযুক্ত করা হচ্ছে আইওএস ভার্সনে। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে কাজ হবে।

Advertisements

হোয়াটসঅ্যাপ প্রথম তাদের ব্যবহারকারীদের জন্য ‘Delete for Everyone’ ফিচার নিয়ে আসছে ২০১৭ সালে। এই ফিচার লঞ্চ করার সময় ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার জন্য সর্বোচ্চ সময় পাওয়া যেত মাত্র ৭ মিনিট। পরবর্তীকালে এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে এক ঘণ্টার বেশি। বর্তমানে এই ফিচার ভুল মেসেজ ডিলিট করার জন্য সময় পাওয়া যায় ৪০৯৬ সেকেন্ড।

Advertisements

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বিটা ভার্সান ভি ২.২১.২৩.১- র ‘Delete for Everyone’ ফিচারের সময়সীমা সম্ভবত বাড়ানো হবে। সূত্র মারফত জানা যাচ্ছে এই বিচারের সময়সীমা এবার অনির্দিষ্টকালের জন্য করা হতে পারে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালু হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে কবে এই ফিচার লঞ্চ হবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।

‘Delete for Everyone’ ফিচারের মাধ্যমে কোন ব্যবহারকারী যে কোন গ্রুপে অথবা যে কোন ব্যক্তিকে তার পাঠানো মেসেজ ডিলিট করার সুযোগ পান। তবে এই ফিচারে যদি সময়সীমা অনির্দিষ্টকালের জন্য করা হয় সে ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হবে বলেও মনে করছেন বেশকিছু ব্যবহারকারী। গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে পরে আবার যদি তাকেও ডিলিট করে দেন তাহলে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ব্যবহারকারীদের একাংশের মত।

Advertisements