একটি কুমড়োর ওজনই ১ হাজার ২২৬ কেজি, বিশ্বরেকর্ড চাষীর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পে আমরা একটি লাউয়ের কথা শুনেছিলাম, যেখানে এক বুড়ি মন্ত্র বলে সেই লাউয়ের খোলের ভিতর প্রবেশ করেছিলেন। কিন্তু সেই বিরাট লাউ তো ছিল গল্পে। তবে গল্পের মতই একটি বিরাট কুমড়ো ফলিয়ে নজির গড়লেন এক কৃষক।

Advertisements

এমন অনন্য নজির তৈরি করা কৃষক হলেন ইতালির এক কৃষক। যিনি এমন একটি বিশালাকৃতির কুমড়ো ফলিয়েছেন যা বিশ্ব রেকর্ড তৈরি করেছে। বিশালাকৃতির ওই কুমড়োটির ওজন ১ হাজার ২২৬ কেজি। ইতিমধ্যেই তার এই বিশালাকৃতির ফলানোর পর তা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

Advertisements

জানা যাচ্ছে এমন অনন্য নজির তৈরি করা ওই কৃষকের নাম স্তেফানো কাতরুপি। তিনি ইতালির তাসক্যানির বাসিন্দা। সেখানেই তিনি এমন বিশালাকৃতির এই কুমড়োটি চাষ করেছেন। তবে এই অসাধ্য সাধন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিভাবে এমনটা করলেন?

Advertisements

এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইটালির ওই চাষী জানিয়েছেন, তার এটা নেশা। তিনি ২০১৮ সাল থেকেই এমন ধরনের অতিকায় ফল, সবজি ইত্যাদি চাষ করতে শুরু করেন। এমন নানান ধরনের কীর্তি তিনি আগেও করেছেন। গত সেপ্টেম্বর মাসে তার এই অতিকায় কুমড়োটি একটি প্রদর্শনীতে প্রদর্শিত হয়। সেই সময়ই এটি নজর কাড়ে সকলের।

তবে এই কুমড়োটি যে বিশ্ব রেকর্ড করবে তা নিয়ে ওই চাষীও একপ্রকার নিশ্চিত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, “এমন অতিকায় ফসল ফলানোর ক্ষেত্রে কোন মন্ত্র নেই। তবে তিনি এই কুমড়োটি যখন ট্রাকে তুলে ছিলেন সেই সময়ই আন্দাজ করেছিলেন রেকর্ড করতে পারে। তবে কত ওজন হবে তা ওজন না করা পর্যন্ত বোঝা যাচ্ছিল না।”

Advertisements