কেন্দ্রের দেখানো পথে হাঁটলো এই চার রাজ্য, আরও কমলো পেট্রোল-ডিজেলের দাম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার সন্ধ্যায় দেশবাসীকে সারপ্রাইজ দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের (Petrol Diesel) উপর থেকে ভ্যাটে (VAT) ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই দেশজুড়ে আমজনতাদের মধ্যে লক্ষ্য করা যায় স্বস্তি। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী লিটার প্রতি পেট্রোলের উপর ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলের উপর ১০ টাকা ছাড় দেওয়া হয়।

Advertisements

Advertisements

অন্যদিকে কেন্দ্রের এই ঘোষণার পরেই কেন্দ্রের দেখানো পথে হাঁটল দেশের চারটি রাজ্য। কেন্দ্রের দেখানো পথে এই চারটি রাজ্য পেট্রোল ও ডিজেলের উপর আরও ছাড় দেওয়ার ঘোষণা করতেই এই সকল রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমে গেল পেট্রোল-ডিজেলের দাম। এই চারটি রাজ্য হল ত্রিপুরা, অসম, গোয়া এবং কর্নাটক। এই চারটি রাজ্যই বিজেপি শাসিত।

Advertisements

কেন্দ্রের ঘোষণার পর বিজেপি শাসিত এই চারটি রাজ্যের তরফে পেট্রোল এবং ডিজেলের উপর আরও ৭ টাকা করে ছাড় দেওয়া হয়েছে। যে কারণেই এই চার রাজ্যে বৃহস্পতিবার থেকে লিটার প্রতি পেট্রোলের দাম কমলো ১২ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম কমলো ১৭ টাকা। কেন্দ্র এবং এই চার রাজ্যের এমন সিদ্ধান্তের পর এই সকল রাজ্যের বাসিন্দাদের কাছে স্বস্তি অনেকটাই বাড়লো।

বুধবার কেন্দ্রের তরফ থেকে পেট্রোল এবং ডিজেলের উপর যে কর রয়েছে সেই করে ছাড় দেওয়ার ঘোষণার পর তারা রাজ্য সরকারগুলির কাছেও আবেদন করে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের কর কমানোর জন্য। কেন্দ্রের এই নজির সৃষ্টি করা পদক্ষেপের পরেই বিজেপি শাসিত ওই চার রাজ্য কর কমানোর ঘোষণা করে। তবে বাকি অন্যান্য রাজ্যে কোন পথে হাঁটে তাই এখন দেখার।

ত্রিপুরা, অসম, গোয়া এবং কর্নাটকের মত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও পেট্রোল ও ডিজেলের উপর থেকে কর কমানো হচ্ছে কিনা তার দিকে তাকিয়ে আপামর বাঙালিরা। কারণ কেন্দ্রের তরফ থেকে পেট্রোল ডিজেলে কর কমিয়ে দেওয়াই পশ্চিমবঙ্গে ডিজেলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৯০ টাকার কিছু বেশি। একইভাবে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৫ টাকার কিছু বেশি।

এমন পরিস্থিতিতে ত্রিপুরা, অসম, গোয়া এবং কর্নাটকের মত যদি পশ্চিমবঙ্গ সরকারও ৭ টাকা করে ছাড় দেয় তাহলে রাজ্যে লিটার প্রতি পেট্রোল পাওয়া যাবে ১০০ টাকার কমে এবং ডিজেল পাওয়া যাবে আশির ঘরে। তেমনটা হলে এই মুহূর্তে এর থেকে বড় স্বস্তি আর কিছু হতে পারে না।

Advertisements