হেরেও ভারতকে কঠিন পরীক্ষার সামনে ফেলে দিলো আফগানিস্তান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পরপর দুটি ম্যাচে পরাজয়ের পর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে ভারতীয় দল বিরাট রান করে। এই রান সংখ্যা দেখে শেষ চারে যাওয়ার আশা অনেকটাই তৈরি হয় ভারতীয়দের মধ্যে। প্রত্যাশামতোই এই ম্যাচে আফগানিস্তানকে হারায় ভারত, তবে আফগানিস্তান হেরেও ভারতকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল।

Advertisements

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংস শুরু হতে কিছু সময় পরেই স্পষ্ট হয়ে যায় এই ম্যাচে জয়লাভ করতে চলেছে ভারতীয় দল। এমত অবস্থায় আফগানিস্তান রান রেটের কথা মাথায় রেখে যতটা সম্ভব বেশি রান তোলার চেষ্টা চালায়। আফগানিস্তানে রশিদ খান জানিয়েছেন, কারণ সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই রান রেটই অন্যতম কারিগর হয়ে উঠতে পারে।

Advertisements

এই মুহূর্তে গ্রুপ ২ -এ আফগানিস্তান চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভের দরুন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড তিনটি ম্যাচে দুটি ম্যাচে জয়লাভ করেও রানরেট কম থাকার কারণে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ভারত তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয়লাভের দরুন রয়েছে চতুর্থ স্থানে।

Advertisements

এমত অবস্থায় যখন সেমিফাইনালের দরজা খোলার ক্ষেত্রে রানরেট অত্যন্ত ভূমিকা হয়ে দাঁড়িয়েছে সেই সময় গত ম্যাচে আফগানিস্তান ভারতের কাছে ৬৬ রানে হারলেও ভারতের গলায় এক প্রকার কাঁটা বিঁধে দিয়েছে। ভারত যদি আফগানিস্তানকে ১৩০ রানের মধ্যে আটকাতে পারতো তাহলে নেট রান রেট ক
হত +০.৫৩২। শেষ বলে হার্দিক পান্ডিয়া ছক্কা না খেলে ভারতের নেট রানরেট হত +০.১৮৮। কিন্তু আফগানিস্তান ১৪৪ রান সংগ্রহ করতে সমর্থ হয় ভারতের নেট রানরেট দাঁড়িয়েছে +০.০৭৩।

এমনিতে এখন এই গ্রুপের যা অবস্থা তাতে যদি নিউজিল্যান্ড পরবর্তী দুটি ম্যাচ জিতে যায় তাহলে তারাই গ্রুপের দ্বিতীয় দল হিসাবে যাবে সেমিফাইনালে। ফলে অন্য কোন দলের সেমিফাইনালে যাওয়ার কোন রাস্তা থাকছে না। কিন্তু যদি নিউজিল্যান্ড আফগানিস্তান অথবা নামিবিয়া কোন একটি দলের কাছে হেরে যায় তাহলে শুরু হবে নেট রানরেটের খেলা। আবার যদি আফগানিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে তাহলে অংকটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

Advertisements