‘খারাপ কথা বললে আটকে দিতো’, সুব্রত মুখার্জীর প্রয়াণে মনখারাপ অনুব্রতর

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে রাত্রি ৯ টা ২২ মিনিটে এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি (Subrata Mukhopadhyay)। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই খবর অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) কাছে এসে পৌঁছাতে তিনি ব্যথিত হন। মন খারাপ করে আগের কথা মনে করেন।

অনুব্রত মণ্ডল এদিন বলেন, “খুব দুঃখজনক ব্যাপার। এর মত দুঃখজনক ব্যাপার আর কিছু নেই। এই দুঃখ কাকে বলবো, বোঝাবার জায়গা নেই। সুব্রতদা মরে যাওয়া মানে দলের বিরাট ক্ষতি।”

এর পাশাপাশি তিনি বলেন, “দলের বিরাট অভিভাবক ছিলেন। বিরাট লোক ছিলেন। খুব ভাল লোক ছিলেন। বুঝিয়ে বলতে পারবোনা কি ক্ষতি হলো। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে ভাইয়ের মত ভালবাসত।”

এরপরই অনুব্রত মণ্ডল বলেন, “আমাকে উপদেশ দিত। যদি কোন খারাপ কথা বলতাম, বলতো ‘বলবিনা কেষ্ট’। আমাকে জ্ঞান দিত, শেখাত। খুব ভালো লোক ছিল এবং দিদির খুব কাছের লোক ছিল। ৫০ বছরের এমএলএ, এ তো কষ্ট হবেই।”