হিমাদ্রি মণ্ডল : পাশাপাশি জলে ভাসছে এক যুবক ও একটি বিশালাকৃতির অজগর সাপের মৃতদেহ। আর এখানেই ঘনীভূত হচ্ছে রহস্য। কিভাবে এক জায়গায় জলে ভাসছে ওই যুবক ও অজগর সাপটির মৃতদেহ! তাহলে কি অজগর সাপটিই কোন ভাবে জড়িয়ে ওই যুবককে মেরে ফেলেছে! তারপর নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে! অন্ততপক্ষে স্থানীয় বাসিন্দারা এমনটাই মনে করছেন। তবে এই ঘটনা কিভাবে ঘটলো তা যেমন আশ্চর্যজনক, ঠিক তেমনি সেই আশ্চর্যজনক ঘটনার রহস্য উদঘাটন করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
এমন রহস্যজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃবাজার থানা এলাকার তিলপাড়া জলাধারের খয়রাকুড়ি সেচ ক্যানেলে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই সেচ ক্যানেলের জলে ভাসছে এক যুবক এবং একটি বিশালাকৃতির অজগর সাপের মৃতদেহ। ঘটনাটি দেখেই তারা হতভম্ব হয়ে খবর দেন পুলিশকে। পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছায়, তবে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এরপর শনিবার সকাল থেকে সিভিল ডিফেন্সের সহযোগিতায় শুরু হয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করার কাজ। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জলে ভাসমান অবস্থায় থাকা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় এবং তা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি তারা সকাল থেকেই ভির জমান এমন রহস্যময় ঘটনা চাক্ষুষ করতে।
স্থানীয় বাসিন্দা ইনসান মোল্লা জানিয়েছেন, “এসে দেখলাম এক যুবকের মৃতদেহ এবং একটি অজগর সাপ জলের মধ্যে মৃত অবস্থায় ভাসছে। কবে মরেছে বা কি বোঝা যাচ্ছে না। পাশাপাশি মৃত ওই যুবককে চেনাও যাচ্ছে না।” পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘মনে হচ্ছে ওই সাপটি জড়িয়ে ওই যুবককে মেরেছে।’
স্থানীয়দের অনুমান মত যদি সত্যিই সাপটি ওই যুবককে জড়িয়ে মেরে থাকে তাহলে এমন ঘটনা বীরভূমে নজিরবিহীন। বীরভূমের বিভিন্ন এলাকা থেকে অজগর সাপ উদ্ধার হয়ে থাকে। তবে এ যাবৎ অজগর সাপের কারণে কারোর প্রাণহানি হয়েছে এমন ঘটনার উদাহরণ নেই। এসবের পরিপ্রেক্ষিতেই এই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। আর সেই রহস্য উদঘাটনের জন্য পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে জোরদার তদন্ত।