লাল্টু : কখন যে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে তা কারোর জানা নেই। ঠিক এমনটাই হল বীরভূমের এক ফেরিওয়ালার। হঠাৎ করেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঘুরে গেল তার ভাগ্যের চাকা। মাত্র ৩০ টাকার বিনিময়ে সে হয়ে উঠলেন কোটিপতি।
আকস্মিকভাবে এমন ভাগ্যের চাকা ঘুরেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত ইসলামপুরের আশরাফী পাড়ার বাসিন্দা শেখ এহসানের। পেশায় এই যুবক একজন ফেরিওয়ালা। সে প্লাস্টিকের জিনিসপত্র ফেরি করে থাকেন। অত্যন্ত দরিদ্র পরিবারের এই যুবকের একটি খড়ের চাল দেওয়া মাটির বাড়ি রয়েছে। যে বাড়িতেই একসঙ্গে বসবাস করেন ওই যুবকের স্ত্রী, দুই সন্তান এবং বাবা-মা। রাতারাতি কোটিপতি হওয়ার পরেই তার স্বপ্ন ভালো একটি বাড়ি তৈরি করার।
এহসান জানিয়েছেন, সে ফেরি করে রোজ গড়ে ২০০ টাকা রোজগার করে থাকে। তবে সেই ২০০ টাকা থেকে প্রতিদিন ৬০ টাকার টিকিট কেটে থাকেন। প্রতিদিনের সেই নেশা মতই সোমবার সকালে ৩০ টাকার টিকিট কেনেন। দুপুর বেলার সেই টিকিটের রেজাল্ট বের হতেই দেখা যায় তাতে এসেছে প্রথম পুরস্কার এক কোটি টাকা।
এইভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোটি টাকা জেতার পর ওই যুবকের বাড়িতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। ওই যুবক তড়িঘড়ি নিরাপত্তার জন্য দুবরাজপুর থানার দ্বারস্থ হন। পুলিশের তরফ থেকে তাঁকে সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হয়।
অন্যদিকে ওই যুবক জানিয়েছেন, তিনি এবং তার বাবা বংশ-পরম্পরা ক্রমে ফেরিওয়ালার ব্যবসায় নিযুক্ত। অর্থের অভাবের কারণেই তাদের এই পেশার সঙ্গে যুক্ত হতে হয়েছে। তবে এইভাবে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পর তিনি তার ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। এর পাশাপাশি নিজের পছন্দের একটি বাড়ি তৈরি করবেন।