নিজস্ব প্রতিবেদন : দিওয়ালির আগের দিন কেন্দ্র সরকারের তরফ থেকে দিন দিন বেড়ে চলা পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) উপর লিটার প্রতি ৫ টাকা ও ১০ টাকা কর ছাড়ার ঘোষণা করা হয়। এই কর ছাড়ের ফলে পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে যায়। পাশাপাশি কেন্দ্র রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পেট্রোল ও ডিজেলের উপর থেকে আলাদা ভ্যাট ছাড়ার অনুরোধ করে।
কেন্দ্রের সেই অনুরোধে ইতিমধ্যেই দেশের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা করে পেট্রোল ডিজেলের উপর ভ্যাট ছাড়ার ঘোষণা করেছে। তবে এখনো ১২টি রাজ্য রয়েছে, যারা এই নিয়ে কোনোরকম উচ্চবাচ্য করেনি। এই সকল রাজ্যের মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ (West Bengal)। এখানে আলাদা করে কোনো ভ্যাট ছাড়ার পদক্ষেপ না নেওয়ায় পেট্রোল-ডিজেলের দাম সেই আকাশছোঁয়াই রয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে আলাদা করে ছাড়ের দাবিতে। তবে সেই মুহুর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিলেন পেট্রোল-ডিজেলের উপর আলাদা করে কর ছাড়া হবে কিনা।
সোমবার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আছে। সিলিকন ভ্যালি ২.০ তৈরি হচ্ছে। ‘প্রবলেম শুধু একটাই। এত বেশি পেট্রল, ডিজেলে, গ্যাসের দাম বাড়ছে। মানুষের টাকাপয়সা এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে।”
এর পাশাপাশি তিনি বলেন, “চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রল এবং ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবেন।”
এরপরেই উঠে আসে বিজেপি শাসিত ও কেন্দ্রশাসিত রাজ্যগুলির আলাদা করে পেট্রোল ও ডিজেলের উপর কর ছাড় দেওয়ার প্রসঙ্গ। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে। আর হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয় না। আমাদের টিকাই দেয় না, তো টাকা দেবে। বড়-বড় ফটফট করে। আমরা লিটার পিছু ডিজেলে এক টাকা ছাড় দিই। আমি কোথায় পাবো? তা সত্ত্বেও করি। আমাদের যত স্কিম আছে, বিশ্বের কোথাও আছে।”