কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা, এই ব্যাঙ্কের গ্রাহকরা পাবেন সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ এখন এগোচ্ছে ডিজিটাল লেনদেনের দিকে। ডিজিটাল লেনদেনের দিকে দেশ এগোনোর সঙ্গে সঙ্গেই কমছে নগদের ব্যবহার। মানুষ এখন অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করছেন ATM, UPI সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম।

Advertisements

আর এসবের পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্ক আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্ডলেস এটিএম ব্যবস্থা নিয়ে এসেছে। এবার এই কার্ডলেস এটিএম অর্থাৎ কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা। এখন এই ব্যাঙ্কের গ্রাহকরা সামান্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করেই কার্ডলেস এটিএম পরিষেবা রয়েছে এমন এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে পারবেন।

Advertisements

এই সুবিধা পাওয়ার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের তাদের মোবাইলে রাখতে হবে ব্যাঙ্কের নিজস্ব অ্যাপ। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকরা দিনের সর্বোচ্চ ২০ হাজার টাকা তুলতে পারবেন।

Advertisements

এই সুবিধা পাওয়ার জন্য আইসিআইসিআই (ICICI Bank) ব্যাঙ্কের গ্রাহকদের তাদের ব্যাঙ্কের অ্যাপ imobile App -এ থাকা সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। সেখানেই রয়েছে কার্ডলেস কার্ডলেশ ক্যাশ উইথড্রয়াল (Cardless Cash Withdrawal) অপশন। এই অপশন থেকে বেছে নিতে হবে ‘at ICICI ATM’।

এরপর আপনি কত টাকা তুলতে চাইছেন সেই অঙ্ক দিতে হবে এবং চার ডিজিটের একটি টেম্পোরারি পিন তৈরি করে নিতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের সঙ্গে থাকা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের কোড পাঠানো হবে, যার বৈধতা থাকবে সর্বোচ্চ ৬ ঘন্টা।

এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ব্যাঙ্কের গ্রাহককে যেতে হবে বেছে নেওয়া এটিএম কাউন্টারের এবং সেখানে ৬ ডিজিটের কোড ও টেম্পোরারি পিন দিয়ে টাকা তুলে নেওয়া যাবে।

Advertisements