Post Office-এ মাসে জমাতে হবে ১২ হাজার টাকা, মিলবে ৪০ লক্ষ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কষ্টকরে রোজগারের টাকা প্রত্যেকেই চান এমন জায়গায় সঞ্চয় করতে যেখানে যেখানে ঝুঁকি নেই। আর এই ঝুঁকিহীন লগ্নির ক্ষেত্রে ভারতীয় ডাকঘরের (Post Office) ধারে-কাছে আর কেউ আসতে পারে না। অন্ততপক্ষে এমনটাই মনে করে থাকেন দেশের অধিকাংশ মানুষ।

Advertisements

অন্যদিকে ভারতীয় ডাকঘর কেবলমাত্র ঝুঁকিহীন লগ্নির ক্ষেত্রেই নয়, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক সংস্থার তুলনায় পোস্ট অফিস বা ডাকঘর বিভিন্ন লগ্নির ক্ষেত্রে অনেক বেশি সুদ দিয়ে থাকে। পোস্ট অফিসের এই সকল প্রকল্পগুলির মধ্যে অধিকাংশ প্রকল্পের মেয়াদ শেষ হয় এক বছর থেকে ১৫ বছরের মধ্যে।

Advertisements

এই সকল প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হল পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। ডাকঘরের আওতায় এই প্রকল্পে লগ্নি করলে প্রতি বছরে ৭.১ শতাংশ সুদ মেলে। এই প্রকল্পের মেয়াদ ১৫ বছর, তবে তার পরেও আরও ৫ বছর এই প্রকল্প চালু রাখা যায়। এতে আমানতকারী কম্পাউন্ডিং-এর আরও সুবিধা পেয়ে থাকেন।

Advertisements

এই প্রকল্পের আওতায় আমানতকারীরা বছরে দেড় লক্ষ টাকা অথবা প্রতি মাসে ১২৫০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এতে আবার ৮০ সি ধারা অনুযায়ী কোন ছাড়ের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়। মাসে যদি কোন আমানতকারী ১২৫০০ টাকা করে জমা করে থাকেন তাহলে ১৫ বছরে তার জমার পরিমাণ দাঁড়ায় ২২.৫ লক্ষ টাকা।

এক্ষেত্রে কেউ যদি এই পরিমাণ অর্থ ১৫ বছরের জন্য জমা রাখেন তাহলে তিনি সুদ পাবেন ১৮.২০ লক্ষ টাকা। সুদ-আসল মিলে তিনি রিটার্ন পাবেন ৪০.৭০ লক্ষ টাকা।

Advertisements