সূরাপ্রেমীদের জন্য সুখবর, মদের পাশাপাশি রাজ্যে কমেছে বিয়ারের দাম, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বিলিতি মদের উপর বাড়তি কর বসানোর পর বিলিতি মদের দাম পশ্চিমবঙ্গে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এই ঘটনার পর একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয় সূরাপ্রেমীদের মধ্যে। তবে দীর্ঘদিন পর সেই বাড়তি কর কমিয়ে সম্প্রতি মদের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisements

সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী বিলিতি মদের দাম কমেছে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। মদের দাম কমানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে সে যাই হোক, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি সূরাপ্রেমীরা। অন্যদিকে বিলিতি মদের দাম কমানোর পাশাপাশি নতুন দামের তালিকা অনুসারে অনেকটাই কমেছে বিয়ারের দামও।

Advertisements

Kingfisher ৩৩০ মিলিলিটার বিয়ারের দাম : Kingfisher Premium Lager Beer ৬০ টাকা। Kingfisher Premium Storm Strong ৮৫ টাকা।

Advertisements

৬৫০ মিলিমিটার Kingfisher বিয়ারের দাম : Kingfisher Premium Lager Beer ১১৫ টাকা। Kingfisher Premium Storm Strong ১৩৫ টাকা। Kingfisher Premium Storm Strong ১১৫ টাকা (৫০০ মিলিলিটার)।

এছাড়াও Kingfisher Strong Premium Beer ৬০ টাকা (৩৩০ মিলিমিটার)। Kingfisher Strong Premium Beer ১১৫ টাকা (৫০০০ মিলিমিটার)। Kingfisher Strong Premium Beer ১২০ টাকা (৬৫০ মিলিলিটার)। Kingfisher Ultra Lager Beer ৮৫ টাকা (৩৩০ মিলিমিটার)। Kingfisher Ultra Lager Beer ১১৫ টাকা (৫০০ মিলিলিটার)।

Kingfisher Ultra Lager Beer ১৫৫ টাকা (৬৫০ মিলিলিটার)। Kingfisher Ultra Max Premium Strong Beer ১০৫ টাকা (৩৩০ মিলিলিটার)। Kingfisher Ultra Max Premium Strong Beer ১৯৫ টাকা (৬৫০ মিলিলিটার)। KINGFISHER ULTRA WITBIER ১১৫ টাকা (৩৩০ মিলিলিটার)। KINGFISHER ULTRA WITBIER ১৬৫ টাকা (৫০০ মিলিলিটার)। KINGFISHER ULTRA WITBIER ২২০ টাকা (৬৫০ মিলিলিটার)।

Tuborg 1880 Classic Beer (৬৫০ মিলিলিটারের নতুন দাম ১৩৫ টাকা। Tuborg 1880 Mild Beer ৩৩০ মিলিলিটারের নতুন দাম ৬০ টাকা। Tuborg 1880 Mild Beer ৬৫০ মিলিলিটারের নতুন দাম ১১৫ টাকা। Tuborg 1880 Strong Beer মিলিলিটারের নতুন দাম ১৩০ টাকা।

Advertisements