নিজস্ব প্রতিবেদন : নতুন মাসের শুরুতে ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১০৩.৫০ টাকা। আজ অর্থাৎ ১ ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২১৭৭ টাকা।
তবে বর্তমানে ডিসেম্বর মাসের গ্যাসের দাম সম্পর্কিত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ ওজনের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামে কোনো পরিবর্তন আনা হয়নি। নভেম্বর মাসে গৃহস্থালির বাড়ির হেঁসেলের জন্য যে খরচ করতে হয়েছে সেই খরচই করতে হবে ডিসেম্বর মাসে।
১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম রাজ্যের বিভিন্ন জেলায়
বাঁকুড়ায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।
বীরভূমে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪৯ টাকা।
আলিপুরদুয়ারে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৩ টাকা।
কোচবিহারে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৯৮ টাকা।
দক্ষিণ দিনাজপুরে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৯৮ টাকা।
দার্জিলিংয়ে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৩ টাকা।
হুগলিতে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪৯ টাকা।
হাওড়ায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৭.৫০ টাকা।
জলপাইগুড়িতে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৩ টাকা।
ঝাড়গ্রামে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৭.৫০ টাকা।
কালিম্পংয়ে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৫.৫০ টাকা।
কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা।
মালদায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৯৭ টাকা।
মুর্শিদাবাদে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪৩.৫০ টাকা।
নদীয়ায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৬.৫০ টাকা।
উত্তর ২৪ পরগনায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা।
পশ্চিম বর্ধমানে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৯.৫০ টাকা।
পশ্চিম মেদিনীপুরে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১৮.৫০ টাকা।
পূর্ব মেদিনীপুরে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০২ টাকা।
পূর্ব বর্ধমানে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৯.৫০ টাকা।
পুরুলিয়ায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৫ টাকা।
দক্ষিণ ২৪ পরগনায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৬ টাকা।
উত্তর দিনাজপুরে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৯৮ টাকা।