নিজস্ব প্রতিবেদন : ট্রেনে সফর করার ক্ষেত্রে টিকিট বাধ্যতামূলক, এমনটা আমরা সকলেই জানি। তবে টিকিট না থাকলেও যে কোনো যাত্রী নিশ্চিন্তে ট্রেনের সফর করতে পারবেন, সেই নয়া নিয়মও জারি করা হলো ভারতীয় রেলের তরফ থেকে। এই নিয়ম জারি হওয়ার পরিপ্রেক্ষিতে এখন টিকিটের অভাবে কোন যাত্রী ট্রেনে উঠলেও চেকার তাকে নামিয়ে দিতে পারবেন না।
নতুন নিয়মে ঠিক কি বলা হয়েছে? রিজার্ভেশন টিকিট না থাকলেও যাত্রীরা ট্রেনের সফর করতে পারবেন। এর জন্য অবশ্যই যাত্রীর কাছে থাকতে হবে যে স্টেশন থেকে তিনি ট্রেনে সফর করার জন্য চড়ছেন সেই রেল স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট। এরপর ওই যাত্রীকে ট্রেনে চেপে যোগাযোগ করতে হবে টিকিট চেকারের সঙ্গে। সেখান থেকেই তিনি নিজের টিকিট করিয়ে নিতে পারবেন।
তবে মনে রাখতে হবে এই পরিস্থিতিতে টিকিট করার জন্য ওই যাত্রীকে নিজের কাছে সমস্ত রকম তথ্য রাখতে হবে। যেমন নিজের পরিচয় পত্র সহ অন্যান্য তথ্য। সেই সকল তথ্য দেখার পর টিকিট চেকার সন্তুষ্ট হলেই আপনাকে টিকিট দেবেন। কোনরকম অসঙ্গতি লক্ষ্য করা গেলে আপনাকে গন্তব্যে পৌঁছানোর আগেই নামিয়ে দেওয়া হতে পারে ট্রেন থেকে।
ট্রেনের সিটের অভাবে এইভাবে সফর করার সময় সংরক্ষিত আসন পেতে অসুবিধা হতে পারে, তবে সংরক্ষিত আসনের অভাবে টিকিট চেকার আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারবেন না। তবে এই পদ্ধতিতে সফর করার সময় রিজার্ভেশন না থাকার কারণে যাত্রীকে দিতে হবে অতিরিক্ত ২৫০ টাকা এবং ট্রেনের টিকিটের ভাড়া।
এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বিনা টিকিটে না হয় ট্রেনের সফর করা যায় পরে টিকিট চেকারের কাজ থেকে টিকিট করে। কিন্তু প্লাটফর্ম টিকিটের গুরুত্বটা কোথায়? কৌতূহলের প্রশ্ন হলেও এই প্লাটফর্ম টিকিট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনার কাছে থাকা প্লাটফর্ম টিকিটই প্রমাণ করবে আপনি কোন রেলস্টেশন থেকে ট্রেনে উঠেছেন। তারই পরিপ্রেক্ষিতে আপনার গন্তব্যের ভাড়া নেওয়া হবে।
অন্যদিকে এই নতুন নিয়ম অনুসারে কোন যাত্রীর রিজার্ভেশন করা রয়েছে অথচ তিনি ট্রেনে চাপতে পারেননি, সেক্ষেত্রে তার সংরক্ষিত আসন কোন টিকিট চেকার দুটি রেল স্টেশন পার না করা পর্যন্ত অন্য কাউকে দিতে পারবেন না। নতুন এই সকল নিয়মের ফলে বহু যাত্রীই উপকৃত হবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।