নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই হয়ে যাবে কলকাতা পৌরসভার ভাগ্য নির্ধারণ। এই পৌরসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রার্থী ঘোষণার পাশাপাশি প্রচারে নেমেছে। প্রচারে নামের পাশাপাশি ইস্তেহার প্রকাশের জন্য উঠে পড়ে লেগেছে তারা। এমত অবস্থায় রাজ্যের বিরোধী দল বিজেপি বুধবার তাদের ইশতেহার প্রকাশ করবে।
রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে কলকাতা পৌরসভা নির্বাচনে নিজেদের ইশতেহার প্রকাশ করার আগে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ইশতেহার প্রকাশ হবে আগামী কাল অর্থাৎ বুধবার দুপুরবেলা। তবে এই ইশতেহার প্রকাশ হওয়ার আগেই তাতে কি রয়েছে তা ফাঁস হয়ে গেল। ইতিমধ্যেই সেই ইস্তেহার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা পৌরসভার নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে যে ইশতেহার প্রকাশ করা হবে তার নাম দেওয়া হয়েছে ‘মিশন কলকাতা’। এই ইশতেহারে প্রকাশিত হবে বিজেপির নতুন স্লোগান ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’। আর কি কি রয়েছে এই ইশতেহারে?
ইশতেহারে জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণে জোর, ঘরে ঘরে পানীয় জলের পরিসেবার ক্ষেত্রে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জোর দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় চেম্বারের কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে বাড়িতে বাড়িতে শৌচাগার, উন্নত সড়ক পরিকাঠামো ইত্যাদির প্রতিশ্রুতি।
West Bengal BJP's KMC polls manifesto @fpjindia pic.twitter.com/2OVrPrJMOD
— Aritra Singha (@aritrasingha1) December 6, 2021
আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক শ্রী @amitmalviya, বিরোধী দলনেতা শ্রী @SuvenduWB সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। pic.twitter.com/5PZJVbMLvj
— BJP Bengal (@BJP4Bengal) December 6, 2021
সোশ্যাল মিডিয়ায় যে ইশতেহার ঘুরে বেড়াচ্ছে বিজেপির সেই ইশতেহারে উল্লেখযোগ্য ভাবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহলো যানজট কমানো, এক কার্ডে সব ধরনের পরিবহণের পরিষেবা পাওয়ার জন্য ‘আমার কলকাতা’ কার্ডের প্রতিশ্রুতি। এছাড়া রয়েছে দুর্নীতি রোধে দপ্তর সহ বিভিন্ন প্রতিশ্রুতি।