নিজের মৃত্যু কখন টের পেয়েছিলেন ইরফান খান, জানালেন নাসিরউদ্দিন

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : ২০২০ এর এপ্রিলে বলিউড হারিয়েছে একজন অত্যন্ত প্রতিভাশালী অভিনেতাকে। যার স্থান অপূরণীয়। মৃত্যুর পরেও তাঁর কাজ থেকে গেছে দর্শকদের মনে। তাঁর করা প্রতিটি সিনেমা দর্শকের মনে চিরকাল থেকে যাবে। এমন একজন প্রতিভাশালী অভিনেতাকে যে তাঁর ভক্ত থেকে শুরু করে সহকর্মীরা সবাই আজও মিস করেন তা অনেকের কথার মাধ্যমেই জানা গিয়েছে।

Advertisements

সম্প্রতি সেই প্রসঙ্গে বলতে গিয়ে নাসিরুদ্দিন শাহ জানিয়েছিলেন, অভিনেতা ইরফান খান নাকি মৃত্যুর প্রায় দু’বছর পূর্বেই কোনোভাবে মনে মনে ঠাউর করতে পেরেছিলেন তাঁর মৃত্যু যে ক্রমশ এগিয়ে আসছে। ইহলোকে তাঁর মেয়াদ যে ক্রমে ফুরিয়ে যাচ্ছিল তা তিনি টের পেয়ে আগেই প্রকাশ করেছিলেন।

Advertisements

নাসির আরও বলেন, লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন সময় তাঁর সাথে যখন অভিনেতার ফোনে যোগাযোগ চলত তখনও তিনি নাসিরকে জানিয়েছিলেন যে মৃত্যু তাঁকে গ্রাস করতে এগিয়ে আসছে। তারপরেই সত্যিই সব শেষ হয়ে যায় ২০২০ তে। দীর্ঘকাল রোগে ভুগে চলে যেতে হয় অভিনেতাকে। যে যাওয়ার ওপরে সত্যিই কারোর নিয়ন্ত্রণ চলে না।

Advertisements

অভিনেতা জীবন সম্পর্কে এতটাই ইতিবাচক ছিলেন নিজের মৃত্যু সন্নিকটে বোঝার পরেও বেড়াতে যাওয়ার দু’মাস আগে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন। বেঁচে থাকার কয়েকটা দিনও তিনি জীবনের সমস্ত স্বাদ গ্রহণ করে নিতে চেয়েছিলেন। তাই কখনও ভেঙে পড়তে তাঁকে দেখা যায়নি। প্রতিটা সেকেন্ড তিনি প্রকৃত অর্থে বেঁচে থাকতে চেয়েছিলেন।

ইরফান সম্পর্কে বলতে গিয়ে সুতপা একবার বলেছিলেন, চিকিৎসকরা নাকি আশ্বাস দিয়েওছিলেন এমন রোগীরা পাঁচ বা দশ বছর বেঁচে থাকতে পারেন কিন্তু ততদিন আর গেলো কই। তার আগেই চলে যেতে হলো তাঁকে। কাজের প্রতি নিবিড় ভালোবাসা হলেই বোধহয় এটা করা সম্ভব হয় যেখানে মৃত্যু আসন্ন তার আগেও তিনি বাবিলের সাথে চিত্রনাট্য তৈরি নিয়ে যথেষ্ট উদ্যোগী ছিলেন।

বাবিলের সাথে যে চিত্রনাট্যে অভিনয় করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন তার স্ক্রিপ্ট পর্যন্ত দেখা হয়েছিল অভিনেতার। একজন বিশেষভাবে সক্ষম শিশুদের কোচ নিয়ে সেই গল্প ছিল। কিন্তু ততদিন আর টিকে থাকতে পারলেন কই! বাবিলের সাথে অভিনয়ের ইচ্ছেটা অপূর্ণই থেকে গেলো তার আগেই ছেড়ে গেলেন তিনি।

তবে বর্তমানে বাবাকে অনুসরণ করে সেই অভিনয়কেই বেছে নিয়েছে বাবিল। অনুষ্কা শর্মার প্রযোজনায় ইতিমধ্যেই ‘কালা’ নামক ছবিতে অভিনয় করবে সে। বাবার দেখানো পথই বেছে নিয়েছে বাবিল। অভিনেতার যে চলচ্চিত্র জগৎকে দেওয়ার জন্য আরও অনেক কিছু বাকি রয়ে গেলো। একটা বড় শূন্যস্থান তৈরি হয়ে গেল অভিনেতার এত জলদি চলে যাওয়াটা।

Advertisements