নিজস্ব প্রতিবেদন : ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে ভারতে যে সকল সংস্থা ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো Disney+Hotstar। এই সংস্থা এবার আরও জনপ্রিয়তা বাড়াতে দুটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এলো। এই দুটি সাবস্ক্রিপশন প্ল্যান হল ৪৯ টাকা এবং ১৯৯ টাকা। তবে এই দুটি প্ল্যান আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু পেমেন্ট পদ্ধতির মাধ্যমে এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যানগুলির অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এক ব্যবহারকারী রিপোর্ট অনুযায়ী, ৪৯ টাকার প্ল্যানটিতে এখন ৫০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ মনে করা হচ্ছে এই প্ল্যানটির দাম হতে পারে ৯৯ টাকা।
বিভিন্ন টেক বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ৪৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানটি অ্যাড সাপোর্টেড। তবে এই সাবস্ক্রিপশন প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা সম্পূর্ণ লাইব্রেরী ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি এই প্ল্যানের ব্যবহারকারীরা এইচডি রেজোলিউশন ভিডিও এবং স্টিরিও অডিও কোয়ালিটির সুবিধা পাবেন। একটি ডিভাইসে এই সকল সুবিধা দেওয়া হবে। পরীক্ষামূলক পর্যায়ে নির্বাচিত কিছু ব্যবহারকারীদের এই প্ল্যান ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে।
একইভাবে ১৯৯ টাকার যে সাবস্ক্রিপশন প্ল্যানের সম্পর্কে জানা যাচ্ছে সেটিও বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এই প্ল্যান অফার চলাকালীন ১৯৯ টাকায় পাওয়া গেলেও পরবর্তীকালে এর দাম হতে পারে ২৯৯ টাকা। এই সাবস্ক্রিপশন প্ল্যানের মেয়াদ ৬ মাস।
Disney+Hotstar গত জুলাই মাসে তাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান রেট তৈরি করে। নতুন ট্যারিফ অনুযায়ী এক বছরের জন্য ধার্য করা হয় ৪৯৯ টাকা। এই প্ল্যান মোবাইল ব্যবহারকারীদের জন্য। অন্যদিকে এক বছরের জন্য আরও দুটি ৮৯৯ টাকার সুপার প্ল্যান ও ১৪৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করে তারা।