নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ১ টাকার নতুন রিচার্জ প্ল্যান ঝড় তুলে দিয়েছিল। তবে বড়দিনের দিন সংস্থার তরফ থেকে সুখবর দেবে, তা না, এই রিচার্জ প্ল্যান নিয়ে হাইপ তুলে তা একেবারেই বন্ধ করে দেওয়া হল।
প্রথম যেদিন ১ টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয় সেই দিন সংস্থার মাইজিও অ্যাপে লক্ষ্য করা যায়, এতে দেওয়া হচ্ছিল ১০০ এমবি ডেটা এবং যার ভেলিডিটি পুরো ৩০ দিন। তবে এই রিচার্জ লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিশাল ভোলবদল লক্ষ্য করা যায়।
২৪ ঘন্টা পার হতে না হতেই এই রিচার্জ প্ল্যানের সুবিধা বদলে করা হয় মাত্র ১০ এমবি ডেটা এবং যার ভ্যালিডিটি মাত্র একদিন। এবার শেষমেষ সেই রিচার্জ প্ল্যানটিকেই তুলে নেওয়া হল সংস্থার তরফ থেকে। মূলত শুক্রবার থেকে লক্ষ্য করা যায় মাই জিও অ্যাপে আর এই রিচার্জ প্ল্যান নেই।
এমনিতেই এই রিচার্জ প্ল্যান যখন লঞ্চ করা হয়েছিল তখন সংস্থার তরফ থেকে তা কেবল উপলব্ধ করা হয়েছিল মাই জিও অ্যাপে। এমনকি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে এই রিচার্জ প্ল্যান লক্ষ্য করা যাচ্ছিল না। পাশাপাশি এই রিচার্জ প্ল্যান লঞ্চ হওয়ার সময় থেকেই গ্রাহকদের মধ্যে অফার দেখে সংশয় তৈরি হয়েছিল।
এই রিচার্জ প্ল্যান লঞ্চ হওয়ার পর এটি লক্ষ্য করা যায় মাইজিও অ্যাপের মধ্যে রিচার্জ অপসনের মধ্যে থাকা ভ্যালু ক্যাটাগরিতে Others Plan-এর মধ্যে। এখন আর ওই রিচার্জ প্ল্যান নেই। তবে এই রিচার্জ প্ল্যান তুলে দেওয়া হলেও গ্রাহকরা অপেক্ষায় এর বিকল্প হিসেবে কোন নতুন রিচার্জ প্ল্যান আসে কিনা তার জন্যই।