২০২২ সালে যেসকল দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইলো পূর্ণাঙ্গ তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক বছর বছরের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও তারা আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে।

Advertisements

বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক কর্মচারীদের স্থানীয় অনুষ্ঠানের ভিত্তিতে ছুটির তালিকা আলাদা আলাদা হয়ে থাকে। তবে প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার প্রত্যেকের ছুটি থাকে। এছাড়াও ন্যাশনাল হলিডে হিসাবে প্রতিটি রাজ্যের একই দিনে ছুটি হয়ে থাকে। মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার বাদে যে দিনগুলোতে ব্যাঙ্ক কর্মচারীরা ছুটি পাবেন সেই তালিকা দেখে নেওয়া যাক।

Advertisements

২০২২ সালে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী মোট ১৭ দিন ছুটি পাবেন। যদিও এর মধ্যে আবার কোন কোন ছুটির দিন পড়েছে রবিবার। যে কারণে সেই ছুটির দিন তাদের মার যাচ্ছে।

Advertisements

১২ জানুয়ারি বুধবার : স্বামী বিবেকানন্দের জন্মদিন।

২৬ জানুয়ারি বুধবার : প্রজাতন্ত্র দিবস।

৫ ফেব্রুয়ারি শনিবার : সরস্বতী পূজা।

১৮ ফেব্রুয়ারী শুক্রবার : দোলযাত্রা।

১ এপ্রিল শুক্রবার : ইয়ারলি ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্ট।

১৪ এপ্রিল বৃহস্পতিবার : আম্বেদকর জন্ম জয়ন্তী, মহাবীর জয়ন্তী।

১৫ এপ্রিল শুক্রবার : গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ।

৩ মে মঙ্গলবার : ভগবান শ্রী পরশুরাম জন্মজয়ন্তী, রমজান ঈদ, অক্ষয় তৃতীয়া।

৯ মে সোমবার : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

১৬ মে সোমবার : বুদ্ধ পূর্ণিমা।

৯ আগস্ট মঙ্গলবার : মহরম।

১৫ আগস্ট সোমবার : স্বাধীনতা দিবস।

৩ থেকে ৫ অক্টোবর সোমবার থেকে বুধবার পর্যন্ত দুর্গা পুজো উপলক্ষে ছুটি।

২৪ অক্টোবর সোমবার : কালীপুজো।

৮ নভেম্বর মঙ্গলবার : গুরু নানক জন্মজয়ন্তী।

Advertisements