নিজস্ব প্রতিবেদন : বাবার সঙ্গে বাইকে চেপে চড়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন ‘বচপন কা প্যায়ার’ খ্যাত ভাইরাল কিশোর সহদেব দির্দো। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সহদেবের মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।
জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ ছত্রিশগড়ের সুকমা জেলা থেকে নিজের গ্রামে ফিরছিলেন সহদেব। তার বাবার বাইক চড়েই সহদেব ফিরছিলেন। সেই সময় বাইকের চাকা পিছলে এমন দুর্ঘটনা ঘটে। বাইকে চেপে থাকা সহদেবের মাথায় হেলমেট না থাকায় মাথায় চোট লাগে। সহদেবের মাথায় চোট লাগলে তার বাবার আঘাত খুব একটা গুরুতর নয় বলেও জানা যাচ্ছে।
দুর্ঘটনার পর তাদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপরই তাদের ভর্তি করা হয় জগদলপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ছোট্ট ওই ভাইরাল কিশোরের এমন দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন গোটা দেশ। পাশাপাশি তার অনুরাগীরা তার দ্রুত সুস্থ কামনা করছেন।
অন্যদিকে এই দুর্ঘটনার খবর জানতে পেরেই বিখ্যাত গায়ক বাদশা সহদেবের পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “আমি ওর পাশে রয়েছি। আপনাদের প্রার্থনা প্রয়োজন।” অন্যদিকে একই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল নির্দেশ দিয়েছেন, সহদেব যেন দ্রুত এবং সেরা চিকিৎসা পায় তার ব্যবস্থা করা হয়।
In touch with Sahdev’s family and friends. He is unconscious, on his way to hospital. Im there for him. Need your prayers ?
— BADSHAH (@Its_Badshah) December 28, 2021
সহদেব নামের এই ছোট্ট কিশোরকে কয়েক মাস আগে পর্যন্ত সে ভাবে কেউ চিনত না। কিন্তু গত জুলাই মাসেই সে রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠে। স্কুল পোশাকে ‘জানে মেরি জানেমন বচপন কা প্যায়ার’ গানটি গেয়ে সে নজর কাড়ে। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তারপরেই সে রাতারাতি হয়ে ওঠে ইন্টারনেট দুনিয়ার সেন্সেশন।