আসানসোলে দিলীপ ঘোষ, তৃণমূল প্রার্থীর হুঙ্কার ‘আমি তো শের আছি’

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘আরে হাম তো শের হে, সর্দার হে’, আসানসোল পৌরনিগমের নির্বাচনের আগে সোমবার দিলীপ ঘোষের আসানসোল সফর ঘিরে এই ভাবেই উত্তপ্ত হয়ে উঠলেন সেখানকার এক তৃণমূল প্রার্থী। এদিন সকাল থেকেই এই তৃণমূল প্রার্থীকে একেবারে আলাদা ভঙ্গিতে লক্ষ্য করা যায়। কখনো একাই স্কুটি চালিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে এসে দাঁড়াতে দেখা যায় তাকে, আবার কখনো বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকদের সামনেই নিজেকে শের বলে হুংকার দিতে দেখা যায়। যদিও এই পুরো বিষয়টিকে দিলীপ ঘোষ মুচকি হাসির সঙ্গেই উড়িয়ে দিয়েছেন।

Advertisements

সোমবার আসানসোলের ৪১ নম্বর ওয়ার্ডে পৌরসভা নির্বাচনের আগে চায় পে চর্চা সহ একাধিক কর্মসূচি নিয়ে সেখানে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রচার থেকে বিভিন্ন কর্মসূচির মাঝেই বারংবার এলাকায় হাজির হতে দেখা যায় সেখানকার তৃণমূল প্রার্থী রণবীর সিং জিতুকে। শুধু হাজির হওয়া নয়, এর পাশাপাশি ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কাউন্সিলর ভৃগু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

Advertisements

এদিন আসানসোলের ওই ওয়ার্ডের দিলনগরে চায় পে চর্চা কর্মসূচি শেষ করে ফিরছিলেন দিলীপ ঘোষ। সেই সময় আচমকা স্কুটি চেপে দিলীপ ঘোষের গাড়ির সামনে এসে হাজির হন তৃণমূল প্রার্থী রণবীর সিং জিতু। তারপর সেখানেই গাড়ির জানালায় বসে থাকা দিলীপ ঘোষের কাছে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরের উদ্দেশ্যে বলেন, “একে (বিজেপি প্রার্থী) জিজ্ঞেস করুন কত খেয়েছে? গরিব হওয়া অপরাধ নয়। গরিবের মজা করা সবচেয়ে বেশি অপরাধ এবং পাপ। এ নিজের ঘর ভরেছে”।

Advertisements

অন্যদিকে এই ঘটনার সময় যখন বিজেপির অন্যান্য নেতাকর্মীরা ওই তৃণমূল প্রার্থীকে শান্ত করতে চান সেই সময় ওই তৃণমূল প্রার্থী হুংকার দিয়ে বলেন, “আরে হাম তো শের হে, সরদার হে। আপনারা আজ এখানে কি করতে এসেছেন?”

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর জানিয়েছেন, “প্রচারে আসার জন্য তৃণমূলের প্রার্থী এমন ঘটনা ঘটিয়েছেন। উনি একজন বড় ব্যবসায়ী। ও এসি বাড়িতে ঘুমায়। আমি মাটিতে ঘুমাই। আমার বাড়ি ঘর সব চেক করুক।”

Advertisements