নিজস্ব প্রতিবেদন : ভারতের বাজারে চারচাকা গাড়ির ক্ষেত্রে আলাদাভাবে নজর কেড়েছিল টাটা ন্যানো। স্বল্পমূল্যের এই গাড়িটি মধ্যবিত্তদের জন্য আনে টাটা। যদিও পরে টাটা এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয়। সম্প্রতি এই টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন বাজারে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এসবের মাঝেই টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টার বানিয়ে নজির তৈরি করলেন এক দেশী মেকানিক।
টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টার বানিয়েছেন বিহারের এক মেকানিক। তিনি এই গাড়িটি হেলিকপ্টারের রূপ দিয়েছেন মূলত বিয়ে বাড়ির ভাড়ার জন্য। কারণ অনেকের মধ্যেই ইচ্ছে রয়েছে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে যাওয়া অথবা নতুন বউ আনার। তবে হেলিকপ্টার ভাড়া ব্যয়বহুল হওয়ায় তা অধিকাংশের কাছে সহজসাধ্য হয় না। এই কথা মাথায় রেখেই ওই মেকানিক একটি টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রূপ দিয়েছেন।
জানা যাচ্ছে, বিহারের বাগাহার এলাকার বাসিন্দা গুড্ডু শর্মা এমন নজির তৈরি করেছেন। জুগার প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি এই কাজটি করেছেন। তার থেকে জানা গিয়েছে, টাটা ন্যানো এই গাড়িটিকে হেলিকপ্টারে রূপান্তরিত করতে তার খরচ হয়েছে দু’লক্ষ টাকা। গাড়িটিকে হেলিকপ্টারে রূপান্তরিত করতে বেশকিছু সেন্সর ব্যবহার করা হয়েছে।
দু’লক্ষ টাকা ব্যয় করে টাটা ন্যানো গাড়িকে রূপান্তরিত করার সার্থকতা মিলেছে ওই মেকানিকের। ইতিমধ্যেই এই নতুন ধরনের গাড়িটি এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে এবং বহু মানুষ তা বুকিং করছেন। ইতিমধ্যেই ১৯ জন এই জুগার হেলিকপ্টারটি বুক করেছেন বলে জানিয়েছেন গুড্ডু শর্মা। তিনি এই জুগার হেলিকপ্টারের একেকটি ট্রিপের জন্য ১৫০০০ টাকা করে নিয়ে থাকেন।
তবে এই মেকানিকের তৈরি এই হেলিকপ্টার হেলিকপ্টারের মতো দেখতে হলেও তা কিন্তু আকাশে ওড়ে না। এটি চলে মাটিতেই। তবে মাটিতে চলার সময়ও মাথার উপর বনবন করে ঘোরে কপ্টারের ব্লেড। পাশাপাশি হেলিকপ্টারের মতই গাড়ির পেছনে লাগানো হয়েছে একটি ছোট মাপের প্রপেলার, যেটিও গাড়ি চলার সময় ঘোরে।