নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ার কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা কোটি কোটি। দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহকদের এবার নিজেদের অ্যাকাউন্ট কোনরকম ঝঞ্ঝাট ছাড়া চালু রাখার জন্য একটি কাজ করতে হবে। ব্যাঙ্কের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগেও তাদের গ্রাহকদের এই বিষয়ে একাধিকবার বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করেছিল। সেই সতর্কবার্তায় পুনরায় বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গ্রাহকরা যেন তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা আমাদের গ্রাহকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেন। নিরবিচ্ছিন্ন পরিষেবার জন্য কেন্দ্রের নির্দেশিকা অনুসারে এই লিঙ্ক করিয়ে নেওয়া জরুরি।”
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য একাধিকবার সময়সীমা দেওয়া হয়েছে গ্রাহকদের। মূলত প্যান কার্ড সংক্রান্ত একাধিক জালিয়াতি ঠেকানোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই লিঙ্ক করানোর জন্য বহুবার কেন্দ্রের সবথেকে সময় দেওয়া হয়েছে গ্রাহকদের।
We advise our customers to link their PAN with Aadhaar to avoid any inconvenience and continue enjoying a seamless banking service.#ImportantNotice #AadhaarLinking #Pancard #AadhaarCard #AmritMahotsav #AzadiKaAmritMahotsavWithSBI pic.twitter.com/Qp9ZBqG4Xh
— State Bank of India (@TheOfficialSBI) February 18, 2022
একাধিকবার এই লিঙ্ক করানোর কোন সময়সীমা বৃদ্ধি করার পর কেন্দ্রের তরফ থেকে আগামী মার্চ মাসের ৩১ তারিখ শেষ সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই যাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের গ্রাহকরা তাদের লিঙ্ক করিয়ে নেন তার জন্যই ব্যাঙ্কের তরফ থেকে সর্তক বার্তা করা হলো।
জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো নাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নিজেদের খাতায় টাকা জমা করা অথবা টাকা তোলার ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও কোনরকম অসঙ্গতি পাওয়া গেলে অ্যাকাউন্টের সমস্ত রকম লেনদেন অস্থায়ীভাবে বন্ধ হতে পারে।