নিজস্ব প্রতিবেদন : ‘সুটিয়ে লাল করে দেবো’ হোক অথবা ‘পাচনের বাড়ি’, এই সকল রক্ত গরম করা ডায়লগ ছাড়াও আবার তার মুখ থেকে শোনা যায় ঢাকের চরাম চরাম, নকুলদানা, গুড় বাতাসা সহ নানান নিদান। এই সকল জনপ্রিয় নিদানের জন্যই রাজনীতির বাইরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সব ধরনের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
তবে একসময় যে লোকটি সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন, সেই লোকটি সাধারণ কেষ্ট মণ্ডল থেকে কিভাবে হয়ে উঠলেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? এই কৌতূহল প্রায় প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। মানুষের মধ্যে সেই কৌতূহলের জন্ম থেকেই তার জীবনী নিয়ে একটি বই লিখে ফেললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আপ্তসহায়ক চন্দ্রনাথ ব্যানার্জি। তিনি যে বইটি লিখেছেন তার নাম দেওয়া হয়েছে ‘খেলা হবে’।
এই ‘খেলা হবে’ বইয়ের মধ্যেই তুলে ধরা হয়েছে কিভাবে সাধারণ কেষ্ট মণ্ডল খেলতে খেলতে অনুব্রত মণ্ডল হয়ে উঠলেন। অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে এই বইটি প্রকাশ করা হয় বৃহস্পতিবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। বইটি প্রকাশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বইটি প্রকাশ হওয়ার পর থেকেই সাধারণ মানুষদের মধ্যে এই বই নিয়ে উৎসাহ তৈরি হয়েছে
চন্দ্রনাথ ব্যানার্জি জানিয়েছেন, “সাধারণ মানুষদের মধ্যে অনুব্রত মণ্ডল সম্পর্কে জানার জন্য প্রতিনিয়ত যে কৌতূহল তৈরি হচ্ছে, সেই কৌতূহল থেকেই এই বই লেখার অনুপ্রেরণা তৈরি হয়। তারপর সেই বই লিখে ফেলি। অনুব্রত মণ্ডল আমার কাছের বন্ধু, যে কারণে কাছে থেকে তাকে যেভাবে দেখেছি সেটিকেই তুলে ধরা হয়েছে এই বইয়ে। এই বইটিতে অনুব্রত মণ্ডল কিভাবে কেষ্ট মণ্ডল থেকে অনুব্রত মণ্ডল হয়ে উঠলেন তা তুলে ধরার পাশাপাশি অনেক কিছুই রয়েছে যেগুলি সচরাচর কেউ জানেন না। এই বইয়ে তুলে ধরা হয়েছে তার মানবিক দিকগুলিও।”
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে জেলার মানুষরা ছাড়াও রাজ্য এবং দেশের মানুষদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। পাশাপাশি তিনি বিভিন্ন প্রচার মঞ্চ অথবা কোন উত্তর প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কথাবার্তা বলে থাকেন তা সাধারণ মানুষের মনে গেঁথে থাকে। তার সেই সকল ডায়লগ বিভিন্ন জায়গায় মানুষ মুখে মুখে বলে থাকেন। এমনকি তার ডায়লগ নিয়ে বীরভূমের এক যুবক সাজিদ খানও একের পর এক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।