নিজস্ব প্রতিবেদন : সড়ক ব্যবস্থাকে উন্নত করার পরিপ্রেক্ষিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক সুতোয় বাড়তে চলেছে দেশের ১১৭টি জেলাকে। এই জেলাগুলিকে এক সুতোয় বাঁধা পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ৫৭৯৫ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনায় বাংলার ৫ জেলা উপকৃত হবে।
এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য দেশের উচ্চকাঙ্খী জেলাগুলিকে চিহ্নিত করা হয়েছে। উচ্চকাঙ্খী এই জেলার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা। স্বাভাবিকভাবেই রাজ্যের এই পাঁচ জেলা নতুন করে জাতীয় সড়ক পাওয়ার পরিপ্রেক্ষিতে লাভবান হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে যে বার্তা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই এমনটা জানা গিয়েছে।
ওই সরকারি কর্তা জানিয়েছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ নতুন করে জাতীয় সড়ক তৈরি করার পরিপ্রেক্ষিতে ১.০৪ ট্রিলিয়ন খরচ করবে। এই প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি জাতীয় সড়ক তৈরি করা হবে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং ওড়িশায়। পাশাপাশি এই প্রকল্পের আওতায় থাকবে পিছিয়ে পড়া বেশকিছু রাজ্য। যেমন গুজরাট, তেলেঙ্গানা, রাজস্থান এবং উত্তর-পূর্বের কিছু রাজ্য।
পশ্চিমবঙ্গের যে পাঁচটি জেলা এই প্রকল্পের আওতায় পড়তে চলেছে সেই পাঁচটি জেলা হল দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। এই জেলাগুলিকে চিহ্নিত করা হয়েছে নীতি আয়োগের তরফ থেকে। মূলত স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, কৃষি ও জলসম্পদ, আর্থিক অন্তর্ভুক্তি এবং দক্ষতা উন্নয়ন এবং মৌলিক পরিকাঠামোর ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে এই সকল জেলা। স্বাভাবিকভাবেই এই প্রকল্পের ফলে লাভবান হওয়ার কথা এই পাঁচ জেলার।
সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুসারে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের অধিকাংশ উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলি জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত রয়েছে। সম্প্রতি এই জাতীয় সড়ক সম্প্রসারণ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে এলাকার অর্থনৈতিক কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে। এই পরিকল্পনা অনুসারে আগামী পাঁচ বছরে মহাসড়ক নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে ১৮ হাজার কিলোমিটারেরও বেশি।