নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক ভারতীয়র কাছেই গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো রেল পরিষেবা। সাধারণ যাত্রী থেকে ভিআইপি প্রত্যেকেই কোন না কোন ক্ষেত্রে রেল পরিষেবার উপর নির্ভরশীল। করোনাকালে দীর্ঘসময় এই রেল পরিষেবা নিয়ে নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে রেলযাত্রীদের। কখনো পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা, আবার কখনো সীমিত সংখ্যক যাত্রীদের নিয়ে চলেছে এই রেল পরিষেবা।
এরইমধ্যে রেলযাত্রীদের জন্য এবার সুখবর দিল ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অসংরক্ষিত কামরা। প্রায় দু’বছর বাদে মেল, এক্সপ্রেসে ফিরছে এই অসংরক্ষিত কামরা। ভারতীয় রেলের এই সিদ্ধান্তের ফলে আপাতকালীন পরিস্থিতিতে যাত্রীরা যদি সংরক্ষিত টিকিট না পান তাহলে অন্ততপক্ষে অসংরক্ষিত কামরায় যাত্রা করতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত যাত্রীদের কাছে চাঁদ পাওয়ার মতো।
করোনাকালে যখন দেশে সংক্রমণ লাগামছাড়া আকার নেয় সেই সময় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা। পরবর্তীকালে নতুন করে চালু হয় ট্রেন পরিষেবা। তবে একাধিক নিয়ে যাওয়া হয় ভারতীয় রেলের তরফ থেকে। সেই সকল নিয়মের মধ্যে যেমন স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম রয়েছে ঠিক তেমনই তুলে দেওয়া হয়েছিল অসংরক্ষিত কামরা। এবার সেই অসংরক্ষিত ফেরায় স্বস্তি যাত্রীদের।
তবে ভারতীয় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি ঠিক হবে থেকে প্রতিটি ট্রেনে অসংরক্ষিত কামরা ফেরানো হবে। যদিও জানা যাচ্ছে ইতিমধ্যেই ধাপে ধাপে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে এই অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা হচ্ছে। এখন রেল যাত্রীরা মুখিয়ে রয়েছেন প্রতিটি ট্রেনেই অসংরক্ষিত কামরা ফিরে আসার জন্য।
অসংরক্ষিত কামরা না থাকার কারণে বহু যাত্রীকেই নানানভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অনেকেই আবার সংরক্ষিত টিকিটের জন্য দালালদের খপ্পরে পড়েছেন। আবার অনেকেই জরুরি থাকলেও অসংরক্ষিত টিকিটের অভাবে যাত্রা করতে পারেননি। এসবের পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও স্বস্তির মুখ দেখতে চলেছেন রেল যাত্রীরা।