নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগেই ঘোষণা করেছিলেন, বীরভূমের পাঁচটি পৌরসভা এবং পূর্ব বর্ধমানের একটি পৌরসভা, যেগুলি তার দায়িত্বে, প্রতিটি পৌরসভাতেই জয়যুক্ত হবে তৃণমূল। তার এই ভবিষ্যদ্বাণী সত্যি হলো বুধবার। তবে উন্নয়নের এই সবুজ ঝড়ের মাঝেই এক বিরোধী প্রার্থী জয় হাসিল করে শেষ হাসি হাসলেন।
বীরভূমের পাঁচটি পৌরসভার মধ্যে বিরোধী প্রার্থী হিসাবে মাত্র একজন রামপুরহাট পৌরসভায় জয়লাভ করেছেন। জয়ী হওয়া ওই বিরোধী প্রার্থী হলেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। তিনি রামপুরহাট পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার ভোটের ফলাফল প্রকাশ হতে লক্ষ্য করা যায়, তিনি তার নিকটবর্তী তৃণমূল প্রার্থী আবদুল মালেককে ১৫৩ ভোটে হারিয়ে জয়ী লাভ করেছেন।
ভোটের ফলাফল অনুযায়ী সঞ্জীব মল্লিক পেয়েছেন ১২৬৭ ভোট। অন্যদিকে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পেয়েছেন ১১১৪ ভোট। তবে এই ওয়ার্ডে এই বাম প্রার্থী জয়লাভ করলেও রামপুরহাট পৌরসভার বাকি ওয়ার্ডগুলি এবং বীরভূমের বাকি পৌরসভার সমস্ত ওয়ার্ডেই তৃণমূলের সামনে হার স্বীকার করতে হয়েছে বাম প্রার্থীদের।
তবে এই বাম প্রার্থী সঞ্জীব মল্লিক বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ভোটের দিন তার বিরুদ্ধে ইভিএম ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে আদালতে পেশ করা হলে তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
বামফ্রন্টের এই প্রার্থী সঞ্জীব মল্লিক এবার ভোটে শুধু জয়লাভ করেছেন এমনটা নয়, এর পাশাপাশি তিনি জেলায় নজির গড়লেন। কারণ যেখানে প্রত্যেক বিরোধী দলের প্রার্থীরা শাসক দল তৃণমূলের সামনে ধরাশায়ী হয়েছেন, সেই সময় তিনিই একমাত্র প্রার্থী যিনি জয়লাভ করলেন।