বোলপুর পৌরসভার কোন ওয়ার্ডে কে জয় লাভ করলেন কত ব্যবধানে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বোলপুর পৌরসভায় এবার ধুয়েমুছে সাফ বিরোধী দল। এই পৌরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে আগেই ১০টি ওয়ার্ডে শাসকদল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বাকি যে ১০টি ওয়ার্ডে ভোট হয়েছে, সেই সকল ওয়ার্ডে বিরোধীদের ভোট হাজার পার হয়নি। অধিকাংশ ওয়ার্ডেই কয়েক হাজার ব্যবধানে জয়লাভ করেছে শাসকদল তৃণমূল।

Advertisements

১ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের সঙ্গীতা দাস। তার প্রাপ্ত ভোট ৩১১৬। জয়ের ব্যবধান ২৭৫৭।

Advertisements

২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের চন্দন মণ্ডল। তার প্রাপ্ত ভোট ৩১৯৮। জয়ের ব্যবধান ২৮৯০।

Advertisements

৫ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের তাপসী বাউড়ি। তার প্রাপ্ত ভোট ৪৫৯২। জয়ের ব্যবধান ৪০৫২।

৬ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের খাতুন মেহমুদা। তার প্রাপ্ত ভোট ৩৩০৬। জয়ের ব্যবধান ২৫১৭।

৭ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের সুকান্ত হাজরা। তার প্রাপ্ত ভোট ২৩৩২। জয়ের ব্যবধান ২১৪২।

৮ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের বিমলাশীষ ভট্টাচার্য। তার প্রাপ্ত ভোট ১৯২০। জয়ের ব্যবধান ১৬৭৫।

৯ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের শুভ্রা হাজরা। তার প্রাপ্ত ভোট ২১৪২। জয়ের ব্যবধান ১৬৬৯।

১০ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের গণেশ বাহাদুর। তার প্রাপ্ত ভোট ৪৯৮৯। জয়ের ব্যবধান ৪৪৫২।

১২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের পর্ণা ঘোষ। তার প্রাপ্ত ভোট ৪২৭৯। জয়ের ব্যবধান ৪০৫৫।

১৫ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের ওমর শেখ। তার প্রাপ্ত ভোট ৪১১৮। জয়ের ব্যবধান ৩৭৭৫।

১৬ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের আভা লোহার। তার প্রাপ্ত ভোট ৩২৭২। জয়ের ব্যবধান ২৭৪১।

২২ নম্বর ওয়ার্ড : এই ওয়ার্ডে জয়লাভ করেছেন তৃণমূলের শিবনাথ রায়। তার প্রাপ্ত ভোট ৪২৫৫। জয়ের ব্যবধান ৪১৩৬।

এইভাবে বিপুল ভোটে জয়লাভ করার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ওদের কোন সংগঠন নায়। পাতাখোর নেশাখোর নেতাদের দিয়ে দল চলে না।” পাশাপাশি তিনি বামফ্রন্টের ভোটের ফলাফল নিয়ে তাদের প্রশংসা করেছেন।

Advertisements