ট্রেনে এইসময় টিকিট চেক করতে পারবেন না টিটি, জানুন রেলের নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে গনপরিবহনের জন্য অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। মানুষের চাহিদার দিকে তাকিয়ে ভারতীয় রেল তাদের রেল পরিষেবাকে ঢালাও ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সেইসকল কাজ চলছে। এই পরিকল্পনার মধ্যে যেমন রয়েছে যাত্রীদের সুরক্ষা, ঠিক তেমনি রয়েছে যাত্রীদের আরামদায়ক সফরের বিষয়টিও।

Advertisements

যাত্রীদের আরামদায়ক সফরের জন্য ভারতীয় রেলের তরফ থেকে একাধিক নিয়ম চালু করা হয়েছে। তবে লক্ষ্য করা যায় ট্রেনের সফরকালে টিটি অনেক সময় ভুল সময়ে টিকিট, সিট ইত্যাদি চেক করতে আসেন। এর পরিপ্রেক্ষিতে লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই টিটির সঙ্গে যাত্রীদের বচসা বাঁধে। তবে জেনে রাখা প্রয়োজন, ভারতীয় রেলে এমন নিয়ম রয়েছে যাতে আপনার মর্জি ছাড়া কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না, এমনকি টিকিট পরীক্ষক অর্থাৎ টিটিও নয়।

Advertisements

টিকিট পরীক্ষার সময় হিসাবে ভারতীয় রেলের তরফ থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নিয়ম মেনেই যাত্রীদের টিকিট পরীক্ষা করতে হয় টিকিট পরীক্ষকদের। মাঝরাতে হঠাৎ আপনি ঘুমিয়ে রয়েছেন সেই অবস্থায় কোন টিকিট পরীক্ষক আপনাকে টিকিটের জন্য বিরক্ত করার অধিকার নেই।

Advertisements

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, টিকিট পরীক্ষক ট্রেনের মধ্যে ট্রেনের যেকোনো যাত্রীকে রাত্রি ১০টার পর আর টিকিটের জন্য বিরক্ত করতে পারবেন না। যেকোনো টিকিট পরীক্ষক সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত টিকিট যাচাই করার কাজ করতে পারবেন। রাতে ঘুমানোর পর কোন যাত্রীকে বিরক্ত করতে পারবেন না।

তবে যে সকল যাত্রীরা রাত্রি দশটার পর ট্রেনে উঠছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। রাত্রি দশটার পর যে সকল যাত্রীরা ট্রেনের উঠবেন তাদের টিকিট এবং এবং আইডি যাচাই করার অধিকার রয়েছে টিকিট পরীক্ষকের।

Advertisements