নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটস্যাপ। এই ম্যাসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কাছে ব্যবহারোপযোগী হওয়ার কারণে এমন জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এই সংস্থা তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কার্যকলাপ করে থাকে। পরীক্ষামূলক এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে নতুন নতুন ফিচার পেয়ে থাকেন ব্যবহারকারীরা।
এই সকল নতুন ফিচারের মধ্যে এবার নতুন যে ফিচার আসতে চলেছে তাহলে ভয়েস মেসেজ করার ক্ষেত্রে। ইতিমধ্যেই এই নতুন ফিচারটি দেখা গিয়েছে ডেক্সটপ এবং আইফোনে। স্বাভাবিকভাবেই ভয়েস মেসেজ করার ক্ষেত্রে নতুন এই ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে চরম কৌতূহল।
ভয়েস মেসেজ সম্পর্কিত হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে জানা যাচ্ছে, এই নতুন ফিচার আসার পর ব্যবহারকারীদের আর ভয়েজ মেসেজ পাঠানোর জন্য এক টানা রেকর্ডিং করতে হবে না। রেকর্ডিং করার সময় ইচ্ছা এবং চাহিদামত পজ করে রেকর্ডিং করা যাবে।
WABetaInfo-র একটি রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, নতুন এই ফিচারটি ব্যবহার কারীরা খুব তাড়াতাড়ি তাদের অ্যাপে পেয়ে যাবেন। এর পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ-এর নতুন আপডেট আসবে এবং সেই আপডেট এলে নিজেদের অ্যাপ আপডেট করে নেওয়ার পরেই এই সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন সার্চ শর্টকাট। আপাতত এই নতুন সার্চ শর্টকাট অপশনটি কিছুসংখ্যক বিটা টেস্টারদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই ফিচারটিও প্রতিটি ব্যবহারকারীদের জন্য খুব শীঘ্র আনা হবে।