ডিজিটাল ভারতের ডিজিটাল ভিখারি, QR কোড দেখিয়ে ভিক্ষা নেন ইনি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মাত্র কয়েক বছরের মধ্যেই ঝড়ের গতিতে ডিজিটাল হয়ে উঠেছে ভারত। দেশ ডিজিটাল হয়ে ওঠার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই বৃদ্ধি পেয়েছে ডিজিটাল মাধ্যমের ব্যবহার। এমত অবস্থায় কেনইবা ভিক্ষুকরাও পিছিয়ে থাকেন! সেটাই করে দেখিয়েছেন এক ভিক্ষুক। যিনি ডিজিটাল ভারতের ডিজিটাল ভিখারির অন্যতম উদাহরণ। ওই ব্যক্তি QR কোড দেখিয়ে ভিক্ষা নেন।

Advertisements

অবাক করা বিষয় হলেও এমনই এক ভিক্ষুকের দেখা মিলেছে বিহারে। বিহারের বেতিয়া রেলস্টেশন চত্বরে ঘুরে বেড়ান ওই ভিক্ষুক। সম্প্রতি ওই ভিক্ষুকের গল্প এখন নেট দুনিয়ায় ভাইরাল। জানা গিয়েছে ওই ভিক্ষুকের নাম হলো রাজু প্যাটেল। তিনি বেতিয়ারই বাসিন্দা। মধ্যবয়স্ক এই ব্যক্তিকে বহুদিন আগে থেকেই ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়, তবে ইদানিংকালে তিনি গলায় QR কোড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

Advertisements

ওই ব্যক্তির এমন পদ্ধতি দেখিয়ে স্বাভাবিকভাবেই স্পষ্ট, উনি ডিজিটাল লেনদেনে বেশ সড়গড়। অনেক যাত্রীকে লক্ষ্য করা গিয়েছে, তাঁর QR কোড কেন করে ওই ব্যক্তিকে ভিক্ষা দিতে। ভিক্ষার জন্য তিনি মূলত ফোন পে অ্যাপের সাহায্য নিয়েছেন। এই বিষয়ে তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আমি ডিজিটালিও ভিক্ষা নিই। নিজের পেট ভরানোর জন্য এই ব্যবস্থা আমায় করে নিতে হয়েছে।”

Advertisements

বিহারের এই ডিজিটাল ভিক্ষুকের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা তুমুল আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ওই ভিক্ষুকের ছবি এবং কাহিনী নিয়ে শুরু হয়েছে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার। তবে রাতারাতি এইভাবে ভিক্ষার পদ্ধতিকে ডিজিটালে পরিবর্তিত করার পরিপ্রেক্ষিতে দ্বিধাবিভক্ত নেট নাগরিকরা।

সোশ্যাল মিডিয়ার অনেকেই মন্তব্য করেছেন, যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে এই ভিক্ষুক নিজেকে ডিজিটাল করে ফেলেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আবার আরেক পক্ষ দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন এই ভিক্ষুকের মধ্য দিয়েই। তাদের বক্তব্য, দেশ যতোই ডিজিটাল হোক মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে না।

Advertisements