নিজস্ব প্রতিবেদন : মুহুর্তের মধ্যে পাঞ্জাবে ছারখার হয়ে গেল কংগ্রেস। সব রকম সমীক্ষাকে সত্যি করেই ভোট গণনা শুরু হওয়ার সময় থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে দিল্লির কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাবে এই কেজরি ঝড়ে কেবলমাত্র কংগ্রেস সরকার হয়েছে এমনটা নয়, পাঞ্জাবি রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আকালি দল, বিজেপির মত বাঘা বাঘা প্রতিপক্ষ নাস্তানাবুদ হয়েছে। আম আদমি পার্টির এই বিপুল জয়লাভের পিছনে মূলত যে পাঁচটি কারণ উঠে আসছে সেগুলি হল-
১) পাঞ্জাবে আম আদমি পার্টির ঝড় তোলার মূলে রয়েছে কাজের ভঙ্গি পরিবর্তনের চাহিদা। সীমান্তবর্তী এই রাজ্যে দীর্ঘ সময় ধরে শাসন চালিয়েছে প্রকাশ সিং বাদলের শিরোমণি অকালি দল। তাদের সঙ্গে আবার দীর্ঘসময় জোট ছিল বিজেপির। ২০১৭ সালে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর নেতৃত্বে জয়লাভ করে কংগ্রেস। কিন্তু যে আশা প্রত্যাশা নিয়ে সরকার পরিবর্তন হয় সেই প্রত্যাশা পূরণ হয়নি রাজ্যের মানুষদের। দেখা যায় আকালি দল এবং কংগ্রেসের কাজ করার পদ্ধতিতে সাদৃশ্য রয়েছে। যে কারণে সেখানকার মানুষ উপলব্ধি করেছিল দলের পরিবর্তন হলেও তাদের পদ্ধতির পরিবর্তন হচ্ছে না। এরপর ৭০ বছর ধরে ওই রাজ্যের শাসন করে আসা আকালি দল এবং কংগ্রেসের মতো দলের পরিবর্তে নতুন দলকে সুযোগ করে দেওয়া হল।
২) দিল্লি মডেলকে তুলে ধরা পাঞ্জাবে আম আদমি পার্টির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। পাঞ্জাবে যখনই প্রচারে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তখনই তিনি দিল্লির শিক্ষাকেন্দ্রের উন্নত শিক্ষা, স্বাস্থ্যে উন্নয়ন, সস্তায় বিদ্যুৎ ও জলের মত গুরুত্বপূর্ণ পরিষেবার প্রসঙ্গ তুলে ধরেছেন। দিল্লিতে এমনিতেই বিদ্যুতের দাম তুলনামূলক বেশি এবং স্বাস্থ্য পরিষেবার জন্য অধিকাংশ মানুষকে বেসরকারি হাসপাতালে উপর নির্ভর হতে হয়। এই জায়গায় কেজরিওয়ালের মডেল তাদের মনে ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
৩) মহিলা এবং যুব সমাজের সমর্থন পাঞ্জাবে আম আদমি পার্টিকে রেসের ঘোড়া বানিয়েছে। দুর্নীতি উপড়ে ফেলার যে আশ্বাস কেজরিওয়াল দিয়েছেন তাতে তিনি যুবসমাজকে টানতে সক্ষম হয়েছেন। অন্যদিকে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি কাজে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়ার আগে কেজরিওয়ালের দল একটি টোল ফ্রি নম্বর চালু করে সাধারণ মানুষের পছন্দ আগেই উপলব্ধি করে ফেলেন। মানুষের মতামত অনুসারেই আম আদমি পার্টি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেন ভগবন্ত মানকে। ভগবন্ত মান মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কারণে দলের স্বচ্ছ ভাবমূর্তি ফুটে ওঠে এবং বহিরাগত তকমা থেকে দূর হয় আম আদমি পার্টি।
৫) বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন কৃষক আন্দোলনের ফসল বাড়িতে তুলেছেন কেজরিওয়াল। তিনি সরাসরি এই কৃষক আন্দোলনে না থাকলেও বিজেপি বিরোধী জনসমর্থন তার দিকে গিয়েছে। কারণ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে পাঞ্জাবের কৃষকরা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল।