পাঁচ রাজ্যের ফলের পর দেশের কোন রাজ্য কার দখলে, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এদিনের এই ফলাফলে লক্ষ্য করা যায় একমাত্র পাঞ্জাব ছাড়া প্রতিটি রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। অন্যদিকে পঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে রকেটের মতো উত্থান হয়েছে আম আদমি পার্টির। এই ফলাফলের পর ভারতের কোন রাজ্য কার দখলে, দেখে নিন সেই তালিকা।

Advertisements

এই মুহূর্তে দেশের ১২টি রাজ্যে এককভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। এর পাশাপাশি তারা তাদের জোট সঙ্গীদের নিয়ে আরও ৬টি রাজ্যের ক্ষমতায় রয়েছে। মোটের উপর দেশের ১৮টি রাজ্যে ক্ষমতায় রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি।

Advertisements

অন্যদিকে যে দল নিজেদের প্রধান বিরোধী দল হিসাবে বলে থাকে অর্থাৎ কংগ্রেসের দখলে রয়েছে মাত্র দুটি রাজ্য। তবে কংগ্রেসের জোট সঙ্গীরা রয়েছে আরও তিনটি রাজ্যে। মোট পাঁচটি রাজ্যে কংগ্রেস এবং তার সঙ্গীরা শাসনে রয়েছে।

Advertisements

আম আদমি পার্টির রকেটের মতো উত্থানের পর তারা একক সংখ্যাগরিষ্ঠতায় দুটি রাজ্যের শাসনে এলো। বাকি তৃণমূল, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি এই রাজনৈতিক দলগুলি একটি করে রাজ্যে ক্ষমতায় রয়েছে।

বিজেপি এবং বিজেপি জোট : হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, গোয়া, কর্ণাটক এবং পুদুচেরি। জম্মু-কাশ্মীরে রয়েছে রাষ্ট্রপতি শাসন।

কংগ্রেস এবং কংগ্রেস জোট : রাজস্থান, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু।

আম আদমি পার্টি : দিল্লি এবং পাঞ্জাব।

অন্যদিকে বামফ্রন্টের দখলে রয়েছে কেরল, তৃণমূলের দখলে রয়েছে পশ্চিমবঙ্গ, টিআরএস-এর দখলে রয়েছে তেলঙ্গানা, বিজেডির দখলে রয়েছে ওড়িশা, ওয়াইএসআর কংগ্রেস পার্টির দখলে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

Advertisements