নিজস্ব প্রতিবেদন : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে এবার রেকর্ড তৈরি করল বিজেপি এবং যোগী আদিত্যনাথ। কয়েক দশক পর, পর পর দু’বার মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিজেপির এই জয় নিশ্চিত করার পরই শিরোনামে উঠে এসেছেন ‘বুলডোজার বাবা’। যাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন উত্তরপ্রদেশে বিজেপি’র জয়ের পিছনে নাকি রয়েছেন এই ‘বুলডোজার বাবা’ই।
উত্তরপ্রদেশে প্রচারে এবার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বুলডোজার। বুলডোজার ব্যবহারের ফলে বিজেপির সভাগুলিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সেই সকল বুলডোজারের মাথায় লেখা ছিল ‘বুলডোজার বাবা’। শুধু প্রচারের ক্ষেত্রেই নয়, এমনকি জয়লাভের পর বিজয় মিছিলে লক্ষ্য করা গিয়েছে এই বুলডোজার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভোটের এই ময়দানে বুলডোজারের ভূমিকা কি? এই বুলডোজার বাবা কে ইত্যাদি। আসলে এই বুলডোজার বাবা আর কেউ নন, তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বিজেপি কর্মী সমর্থকরা তাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে থাকেন। তিনি তার এই নামের ক্ষেত্রে কোনো রকম আপত্তিও করেননি।
মহারাজগঞ্জ জেলার নিচলৌলে যোগী আদিত্যনাথের জনসভায় মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বুলডোজার। আবার প্রচারের ক্ষেত্রেও যোগী আদিত্যনাথ মঞ্চে বক্তব্য রাখার সময় বুলডোজারের কথা বলতে শুরু করেন। তিনি তার একটি বক্তব্য বলেছিলেন, বুলডোজার হাইওয়ে বানায়। বুলডোজার বন্যা প্রতিরোধ করে। আবার বুলডোজার অবৈধ দখলদারীও মুক্ত করে।
সুলতানপুরের এক সমাবেশে সারিবদ্ধ ভাবে রাখা ছিল বুলডোজার। সেই সকল বুলডোজারে লেখা হয়েছিল, ‘বাবা কা বুলডোজার’। সেই থেকেই স্পষ্ট হয়ে যায় যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে ডাকা হচ্ছে। এরপর থেকে যোগী আদিত্যনাথ অধিকাংশ সভাতেই বুলডোজারের প্রসঙ্গ টেনেছেন।
#BulldozerBaba#बुलडोजर_बाबा pic.twitter.com/iri0qbrLgg
— Ankur Gupta ?❤?? (@Ankurgupta125) March 11, 2022
অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলে কটাক্ষ করতেন। কিন্তু যোগী আদিত্যনাথ সেই কটাক্ষে আমল না দিয়ে সেটিকেই নিজের পরিচয় বানিয়ে নেন। এর ফলে এই বুলডোজার বাবা নামটি আরও জনপ্রিয়তা পেতে শুরু করে।