মিঠাই থেকেই জুন আন্টি, সেরার তকমায় কারা, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার আয়োজিত হল টেলি অ্যাকাডেমি পুরস্কার। এই মঞ্চ থেকে ছোট পর্দার সুপারস্টারদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। এই মঞ্চে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

মঞ্চে সেরা অভিনেত্রীর তকমা পেলেন মিঠাই সিরিয়ালের অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু।

Advertisements

এছাড়াও যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মোহর সিরিয়াল খ্যাত সোনা মণি সাহা।

Advertisements

খল নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীময়ী সিরিয়ালের অভিনেত্রী উষসী চক্রবর্তী।

যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রতিক সেন এবং আদৃত রয়।

সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন অম্বরিশ ভট্টাচার্য।

ক্যান্সারকে জয় করে পর্দায় ফের প্রত্যাবর্তন হয়েছে ঐন্দ্রিলা শর্মার। তার এই প্রত্যাবর্তন রূপকথার মতোই। এর পরিপ্রেক্ষিতে সেরা প্রত্যাবর্তনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।

ছোটপর্দায় দাদাগিরির মঞ্চে সবসময় মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি পেলেন সেরা সঞ্চালকের পুরস্কার। এই পুরস্কার আলাদা মাত্রা এনে দিয়েছে টেলি পাড়ায়।

সেরা জুটির পুরস্কার পেয়েছেন খরকুটো সিরিয়ালের ‘ববিন’ এবং ‘গুনগুন’ ওরফে তৃণা সাহা এবং কৌশিক রায়।

প্রতিবছর টেলি অ্যাকাডেমি পুরস্কারকে কেন্দ্র করে ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থাকে আলাদা উৎসাহ-উদ্দীপনা। শুধু অভিনেতা-অভিনেত্রী নন, এর পাশাপাশি এই সকল সিরিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ দর্শকদের মধ্যেও থাকে বাড়তি কৌতূহল। কে হবেন সেরা অভিনেতা অভিনেত্রী তা নিয়েই চলে কাটাছেঁড়া।

অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী সহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্বরা।

Advertisements