নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য বিশ্বখ্যাত হয়ে পড়েছেন। তার এই খ্যাতি দিন দিন বেড়েই চলেছে। খ্যাতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে নানান ধরনের মানুষের আগমণ ঘটছে। এই সকল মানুষদের মধ্যে রয়েছেন বিভিন্ন ইউটিউবাররা।
ঠিক তেমনি দিন কয়েক আগে তার বাড়িতে আসেন ঝাড়খণ্ডের মনোজ দ্য ভ্লগস নামে একটি ইউটিউব চ্যানেলের ইউটিউবার মনোজ দে। তিনি ভাইরাল এই শিল্পীর বাড়িতে এসে তাকে ২৫,০০০ টাকার আর্থিক সাহায্য দেন এবং ভুবন বাদ্যকরের নামে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে মনোজ দে দাবি করেছেন, ভুবন বাদ্যকর তার প্রাপ্য পারিশ্রমিক পান না। সকলে তাকে ব্যবহার করেন।
এরই পরিপ্রেক্ষিতে তিনি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার দাবি করেছেন এবং জানিয়েছেন, নতুন এই ইউটিউব চ্যানেলে ভুবন বাদ্যকর নিজে তার গান আপলোড করবেন এবং সেই সকল গান ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ও ভিউ হওয়ার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবেন।
এই ইউটিউবার মনোজ দে ভুবন বাদ্যকরের বাড়ি এসেছিলেন একটি টাটা হ্যারিয়ার গাড়ি চড়ে। ভুবন বাদ্যকর সেই গাড়িটি দেখেই মুগ্ধ হন। গাড়িটি দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি তিনি সেই গাড়িতে চড়ে নিজের শখও মেটান। মনোজ দে তার ওই গাড়িতে চাপিয়ে ভুবন বাদ্যকরকে গোটা গ্রাম ঘোরানোর পর তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন।
টাটা হ্যারিয়ার গাড়িতে চেপে যখন ভুবন বাদ্যকর গ্রাম ঘুরছেন তখন তার মধ্যে লক্ষ্য করা যায় আলাদা এক মুগ্ধতা। তিনি এই গাড়িতে বসে অবাক হয়ে এদিক ওদিক দেখতে থাকেন। গাড়ির সানরুফের দিকে অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। আর যেন মনে মনে ভাবতে থাকেন, ‘একদিন এই রকম গাড়ি আমারও হবে’। ভুবন বাদ্যকরের সেই মনের কথা বুঝতে পেরে মনোজ দে ভুবন বাদ্যকরকে বলেনও, ‘পরিশ্রম করে যান, আপনারও একদিন হবে।’