নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন আগেই নিয়ম না মানার জন্য পেটিএম সংস্থার উপর বিধিনিষেধ জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক একই রকম ঘটনা ঘটলো দেশের ৮টি ব্যাঙ্কের ক্ষেত্রে। এই সকল ব্যাঙ্কগুলি নিয়ম না মানার জেরে এবার জরিমানার সম্মুখীন। এই ৮টি ব্যাঙ্কের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একটি সমবায়ও।
নিয়ম না মানার কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সকল ব্যাঙ্কগুলিকে ১২.৭৫ লক্ষ টাকা জরিমানা দিতে বলেছে। তবে রেহাই এই সকল ব্যাঙ্কের বিরুদ্ধে প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপাতত কোনো নিষেধাজ্ঞা জারি করে নি। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে যে সকল নিয়ম জারি করে তা কোন ব্যাঙ্ক না মানলে তাকে আর্থিক জরিমানা অথবা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। কোন কোন ক্ষেত্রে আবার পরিষেবা বন্ধ করে দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসক্লোজার স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্ট্যাটিউটরির অধীনে থাকা নির্দেশ না মানার জন্য পশ্চিমবঙ্গের নবপল্লী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে চার লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একই রকমভাবে হিমাচল প্রদেশের বাঘাট আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপর তিন লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এ ছাড়াও আরও বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে তাদের ওপর আর্থিক জরিমানা চাপানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। বাকি যে সকল ব্যাঙ্ক এমন আর্থিক জরিমানার সম্মুখীন হয়েছে সেই সকল ব্যাঙ্কগুলি হল মণিপুরের কেন্দ্রীয় ব্যাঙ্ক মণিপুর মহিলা সহকারী ব্যাঙ্ক লিমিটেড, উত্তরপ্রদেশের ইউনাইটেড ইন্ডিয়া সহকারী ব্যাঙ্ক লিমিটেড, নরসিংহপুরের জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাঙ্ক, অমরাবতীর অমরাবতী মার্চেন্ট সহকারী ব্যাঙ্ক লিমিটেড।
এর পাশাপাশি রয়েছে নাসিকের ফয়েজ মার্কেন্টাইল সহকারী ব্যাঙ্ক লিমিটেড এবং আমেদাবাদের নবনির্মাণ সহকারী ব্যাঙ্ক লিমিটেড। এই সকল প্রতিটি ব্যাঙ্কের ওপর আর্থিক জরিমানা বসিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।