বাবুলকে টেক্কা দিতে বালিগঞ্জে নাসিরুদ্দিন শাহর ভাইজি সায়রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর তাকে উপনির্বাচনে প্রার্থী করেছে বালিগঞ্জে। বালিগঞ্জে বাবুল সুপ্রিয় প্রার্থী হতেই সেখানে টেক্কা দিতে বামফ্রন্টের প্রার্থী মনোনীত হলেন সায়রা শাহ হালিম। তিনি প্রার্থী মনোনীত হতেই বুধবার সন্ধ্যা থেকে প্রচার শুরু হয়ে যায় এলাকায়। এ যাবৎ সায়রা প্রচারক হিসাবে রাজনীতির আঙ্গিনায় থাকলেও এবার সরাসরি প্রার্থী হওয়ায় নিজের কাছে তা চ্যালেঞ্জিং।

Advertisements

সায়রা শাহ হালিম হলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাইজি। তিনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছেন। তবে পড়াশোনা, বড় হয়ে ওঠার সময় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরেছেন। ঘুরতে হয়েছে মূলত তার বাবার পেশার কারণে। তার বাবা জামিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। যে কারণে কাজ চালানোর মত বাংলা বলতে পারেন তিনি।

Advertisements

সায়রার ছোটবেলা কলকাতার রেস কোর্সের কাছে সেনা কোয়ার্টারে কাটলেও পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য ভর্তি হন উটির লরেন্স স্কুলে। সেখানে পড়াশোনা শেষ হতে না হতেই তার বাবা ভারতীয় কূটনীতিক হিসেবে সৌদি আরব চলে গেলে সায়রা একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়াশোনা করেন রিয়াধের একটি স্কুলে। এরপর আবার কলেজ জীবনের পড়াশোনা রাজস্থানে। তবে বিবাহসূত্রে সায়রা ফের কলকাতায় প্রত্যাবর্তন করেন।

Advertisements

২০০০ সালে তার সঙ্গে বিয়ে হয় সিপিআইএম নেতা ফুয়াদ হালিমের। তবে তাকে সরাসরি রাজনীতিতে যোগ দিতে লক্ষ্য করা যায়নি। ২০১১ সালে তিনি স্বামী ফুয়াদের হয়ে বালিগঞ্জে প্রচার করেন। ২০১৬ সালে তিনি জোট প্রার্থী কৃষ্ণা দেবনাথের হয়ে প্রচারে নামেন। এরপর থেকেই দলের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়। গত বিধানসভা নির্বাচনের তিনি স্বামী ফুয়াদের হয়ে অন্যতম প্রচারক হিসেবে কাজ করেন।

সায়রা শাহ হালিম কলকাতা সহ বিদেশের বিভিন্ন শহরে বহুজাতিক সংস্থার প্রশাসনিক বিভাগ সামলান। তবে এবার এই কর্পোরেট জগতের চাকরি ছেড়ে তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরেই তাকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী হয়ে স্বাভাবিকভাবেই চমক এনেছে দল।

Advertisements