নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ধনকুবেরদের তালিকায় গৌতম আদানি রয়েছেন ১২ নম্বরে। এই ১২ নম্বরে উঠে আসার পিছনে অঙ্ক মিলিয়েছে শেষ বছর অর্থাৎ ২০২১ সাল। গত বছর যে হারে তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তা হারিয়েছে বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের।
‘হুরান রিচ লিস্ট’-এর সাম্প্রতিককালের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বিশ্বের ৩ হাজার ৩৮১ ধনকুবেরের মধ্যে ২১৫ জনই ভারতীয়। এই তালিকায় বর্তমানে এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের হলেন মুকেশ আম্বানি। তিনি এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের হওয়ার পাশাপাশি বিশ্ব তালিকায় রয়েছেন দশের মধ্যে। বাকি আর কোন ভারতীয় ধনকুবের বিশ্ব তালিকায় দশের মধ্যে না থাকলেও গত এক বছরে গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ৪ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন লক্ষ ৭৩ হাজার কোটি।
গত বছরে গৌতম আদানি সম্পত্তি বৃদ্ধির পরিমাণ পিছনে ফেলে দিয়েছে বিশ্বের তাবড় তাবড় ধনকুবের মুকেশ আম্বানি, জেফ বেজোস, এলন মাস্কদের। গত বছরের হিসাব অনুযায়ী তিনিই রয়েছেন শীর্ষ তালিকায়। ভারতীয় এই শিল্পপতি নৌবন্দর থেকে বিমানবন্দর, তাপবিদ্যুৎ থেকে কয়লা, নানান ক্ষেত্রে নিজের ছড়িয়ে রেখেছেন ব্যবসা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৮১০০ কোটি মার্কিন ডলার।
এদিকে আবার নতুন বছরের গোড়াতেও নতুন মাস্টার স্ট্রোক খেলতে দেখা গিয়েছে গৌতম আদানিকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ সরবরাহ করার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। এমনিতেই আদানির সংস্থা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত কয়লা আমদানি করার ক্ষেত্রে এক নম্বর সংস্থা।
তবে ঊর্ধ্বমুখী এই সংস্থাকে গতবছরের মাঝামাঝি সময়ে একবার সমস্যায় পড়তে হয়। তাদের মরিশাসের তিনটি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ NSDL। এরপর রাতারাতি এই সংস্থার শেয়ার অনেকটাই পড়ে যায়। তবে সেই ধাক্কা সামলে যেভাবে আধুনিক সংস্থা নতুন নজির গড়েছে তা নয়া সাফল্যমন্ডিত বলেই মনে করা হচ্ছে।