নিজস্ব প্রতিবেদন : ভারতে যেসকল টেলিকম সংস্থা রয়েছে সেই সকল টেলিকম সংস্থাগুলি নানান প্রতিশ্রুতি দিয়ে থাকে। বিশেষ করে ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে। ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকলেও গ্রাহকদের অভিযোগ প্রতিশ্রুতি পাওয়া যায়না ইন্টারনেট স্পিড।
এই ইন্টারনেট স্পিড পরখ দেখার ক্ষেত্রে গ্রাহকদের নিজেদের ফোনে অ্যাপ ইন্সটল করতে হয়। কিন্তু এবার গুগল যে বিশেষ পদ্ধতি এনেছে তাতে কোনো রকম অ্যাপ ইন্সটল করার প্রয়োজন নেই। অ্যাপ ইন্সটল না করে গুগল সার্চের মাধ্যমে আপনার নেটওয়ার্কের ইন্টারনেট স্পিড দেখে নেওয়া যাবে।
কোনরকম অ্যাপ ব্যবহার না করে নেটওয়ার্কের ইন্টারনেট স্পিড চেক করার জন্য গুগল ক্রোম খুলে সার্চ বক্সে কেবলমাত্র লিখতে হবে internet speed test। এটি লেখা হলেই সামনে একটি স্ক্রীন লক্ষ্য করা যাবে যেখানে লেখা থাকবে RUN SPEED TEST। সেখানে ক্লিক করলেই আপনার ইন্টারনেট স্পিড মাপতে শুরু করবে গুগল।
কয়েক সেকেন্ড ধরে গুগল আপনার ইন্টারনেট স্পিড মেপে নেওয়ার পর আপনাকে জানিয়ে দেবে আপনার নেটওয়ার্ক থেকে আপনি কত ডাউনলোড অথবা আপলোড স্পিড পাচ্ছেন। ইন্টারনেট স্পিড পরিমাপ করার জন্য অন্যান্য বিভিন্ন অ্যাপ থাকলেও গুগল যেভাবে এই পরিষেবা দিতে শুরু করেছে তা অত্যন্ত সহজ সাধ্য এবং বিশ্বাসযোগ্য।
গুগল-এর পক্ষ থেকে এই ইন্টারনেট স্পিড টেস্টের নতুন প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে, “এই টেস্টটি চালানোর জন্য আপনাকে কানেক্ট করা হবে মেজারমেন্ট ল্যাবে এবং আপনার আইপি অ্যাড্রেস তাদের সঙ্গে শেয়ার করা হবে। তাদের প্রাইভেসি পলিসি অনুযায়ীই এই প্রক্রিয়াটি চালনা করা হবে। কিন্তু একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার কোনও তথ্য প্রকাশ করা হয় না।”