দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় কত টাকার মালিক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যান্ডেল থেকে বলিউডে পাড়ি দিয়ে তারকা সঙ্গীতশিল্পী হয়ে ওঠা বাবুল সুপ্রিয় বর্তমানে একজন জনপ্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত। রাজনীতির আঙিনায় তার পদার্পণ হয় বিজেপির হাত ধরে এবং বিজেপির হাত ধরেই দু-দুবার সাংসদ হন। দু-দুবার সাংসদ হওয়ার পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Advertisements

তবে শেষবার নিজের সাংসদ কোটা শেষ করার আগেই তৃণমূলে যোগ দেন এবং সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। এবার তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বালিগঞ্জ লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যেই তিনি এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে পেশ করেছেন হলফনামা অর্থাৎ পেশ করেছেন তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ।

Advertisements

সুপ্রিয় বড়াল অর্থাৎ বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে, হলফনামা পেশ করার সময় তার হাতে নগদ ছিল ৪৭ হাজার টাকা এবং তার স্ত্রী রচনা শর্মা সুপ্রিয়র হাতে নগদ ছিল ৩১ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গাড়ি, গহনা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ মিলিয়ে সর্বমোট অর্থের পরিমাণ ২ কোটি ৪ লক্ষ ৮৪ হাজার ৮০১ টাকা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় যখন তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তার এই অর্থের পরিমাণ ছিল ১ কোটি ৪৫ লক্ষ ৪১ হাজার ৭৬৯ টাকা। অর্থাৎ মাত্র এক বছরের মধ্যে তার এই অর্থ বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

Advertisements

অন্যদিকে তার স্ত্রী রচনা শর্মা সুপ্রিয়র নামে থাকা বিভিন্ন খাতে অর্থের পরিমাণ হল ২০ লক্ষ ৬১ হাজার ৪৪১। বিধানসভা নির্বাচনের সময় তার সঞ্চয়ে থাকা অর্থের পরিমাণ ছিল ১৯ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। এছাড়াও শারমিলি ব্রিয়ান্না দত্ত বড়ালের নামে রয়েছে ১৬ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ টাকার সেভিংস। নেয়না সুপিরিয়র নামে রয়েছে ২১ হাজার ৪৯৭ টাকার সেভিংস।

স্ত্রী এবং তার নামে পশ্চিমবঙ্গ ছাড়াও মুম্বইয়ের রয়েছে একটি ফ্ল্যাট। মোট পাঁচটি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি মিলে বাবুল সুপ্রিয়র মোট সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ২৭ লক্ষ টাকা। অন্যদিকে একই খাতে তার স্ত্রীর নামে থাকা সম্পত্তির পরিমাণ হল ৭৬ লক্ষ টাকা। বাবুল সুপ্রিয়র নামে বর্তমানে ১ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৮৬৮ টাকার লোন রয়েছে। তার স্ত্রীর নামে থাকা লোনের পরিমাণ ১৯ লক্ষ ১০ হাজার ৬৩২ টাকা। বাবুল সুপ্রিয় বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ১৯৯১ সালে কলকাতা ইউনিভার্সিটির শ্রীরামপুর কলেজ থেকে স্নাতকোত্তর হন।

Advertisements