নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা তাদের ব্যবসা চালাচ্ছে, তাদের মধ্যে অফার থেকে শুরু করে নতুন নতুন রিচার্জ প্ল্যান আনার ক্ষেত্রে সবার এগিয়ে রয়েছে যে টেলিকম সংস্থার সেটি হল Jio। প্রতিবারের মত এবারও এই টেলিকম সংস্থা সবার আগে পুরো ৩০ দিনের জন্য নতুন একটি রিচার্জ প্ল্যান এনে চমক দিল।
গ্রাহকদের তরফ থেকে দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল, যেখানে মাস ৩০ দিনের, সেই জায়গায় টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ২৮ দিন ভ্যালিডিটি দেওয়ায় গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এমনও অভিযোগ তোলা হয়, এই ভ্যালিডিটি কমিয়ে দেওয়ার ফলে গ্রাহকদের ঠকানো হচ্ছে। এবার এই সকল অভিযোগ এবং দাবি-দাওয়া রুখে দিতে জিও নিয়ে এলো পুরো ৩০ দিনে রিচার্জ প্ল্যান।
নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করার সঙ্গে সঙ্গে জিওর তরফ থেকে জানানো হয়েছে, “এই প্ল্যানটি অনন্য একটি প্ল্যান! এই উদ্ভাবনটি জিও প্রিপেড ব্যবহারকারীদের প্রতি মাসে মাত্র একটি রিচার্জের তারিখ মনে রাখতে সাহায্য করবে।” জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি হলো ২৫৯ টাকা।
২৫৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা (দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪কেবিপিএস হয়ে যাবে), প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়া রয়েছে জিও অ্যাপস সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রতিটি সুবিধা পাওয়া যাবে পুরো ৩০ দিনের জন্য।
এমনিতে জিওর একই ধরনের ২৮ দিনের যে প্ল্যান রয়েছে তার মূল্য হল ২৩৯ টাকা। সেই জায়গায় নতুন ৩০ দিনের যে প্ল্যান আনা হয়েছে তার মূল্য ২৫৯ টাকা। সুতরাং জিও ৩০ দিনের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলেও খরচের দিক থেকে গ্রাহকরা বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না। সুবিধা কেবল মাসের হিসাব রাখার ক্ষেত্রে।